ঢাকা, বুধবার, ২৮ মাঘ ১৪৩১, ১২ ফেব্রুয়ারি ২০২৫, ১২ শাবান ১৪৪৬

বাংলানিউজ স্পেশাল

হাওরে ৩ লাখ ৮৫ হাজার বোরোচাষীকে বীজ-সার দেবে সরকার

গাজী জহিরুল ইসলাম, সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯১০ ঘণ্টা, নভেম্বর ৩, ২০১০
হাওরে ৩ লাখ ৮৫ হাজার বোরোচাষীকে বীজ-সার দেবে সরকার

ঢাকা: হাওর এলাকার পাঁচ জেলায় গত বছরের বন্যায় ক্ষতিগ্রস্ত তিন লাখ ৮৫ হাজার বোরো চাষীর মধ্যে ৪৮ কোটি ৪৯ লাখ টাকা মূল্যের সার ও ধানের বীজ বিনামূল্যে বিতরণের সিদ্ধান্ত নিয়েছে কৃষি মন্ত্রণালয়।

মন্ত্রণালয় সূত্র জানিয়েছে, প্রতি কৃষককে ১০ কেজি ধান বীজ, ২৫ কেজি ইউরিয়া, সাড়ে ১২ কেজি টিএসপি ও সাড়ে ১২ কেজি এমওপি সার দেওয়া হবে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী ১০ নভেম্বর সুনামগঞ্জের তাহেরপুরে এক অনুষ্ঠানের মাধ্যমে ওইসব কৃষকের হাতে বীজ ও সার তুলে দেবেন।

সূত্র আরো জানায়, ২০০৯-১০ অর্থবছরের বোরো মৌশুমে বন্যায় হাওর অঞ্চলের প্রায় ২ লাখ টন ফসলের ক্ষতি হয়। তখন ক্ষতিগ্রস্ত কৃষকদের পরবর্তী বোরো মৌসুমে বিনামূল্যে বীজ ও সার দেওয়ার ঘোষণা দেয় সরকার।

ওই ঘোষণা অনুযায়ী সরকার এবার বোরো মৌশুমের আগেই হাওর এলাকা হিসেবে পরিচিত সুনামগঞ্জ, সিলেট, মৌলভীবাজার, কিশোরগঞ্জ ও নেত্রকোনোর কৃষকদের বীজ ও সার দেওয়ার উদ্যোগ নেয়।

সরকারের এ প্যাকেজের মাধ্যমে সবচেয়ে ক্ষতিগ্রস্ত জেলা হিসেবে সুনামগঞ্জ জেলায় ২ লাখ ৫ হাজার কৃষককে ২৫ কোটি ৮২ লাখ টাকা মূল্যের সার ও বীজ দেওয়া হবে। এছাড়া সিলেট জেলায় ৭০ হাজার কৃষককে আট কোটি ৮২ লাখ টাকা, কিশোরগঞ্জের ৪০ হাজার কৃষককে ৫ কোটি তিন লাখ টাকা, নেত্রকোনায় ৩৫ হাজার কৃষককে ৪ কোটি ৪১ লাখ টাকা ও মৌলভীবাজার কৃষককে ৪ কোটি ৪১ লাখ টাকা মূল্যের সার ও বীজ সরবরাহ করা হবে।

বাংলাদেশ সময়: ১৮০০ ঘণ্টা, নভেম্বর ৩, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।