ঢাকা, বুধবার, ২৮ মাঘ ১৪৩১, ১২ ফেব্রুয়ারি ২০২৫, ১২ শাবান ১৪৪৬

বাংলানিউজ স্পেশাল

‘ফ্লাইওভার জোন’ নামে আলাদা বিভাগ করার প্রস্ততি চলছে

গাজী জহিরুল ইসলাম, সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৩২ ঘণ্টা, নভেম্বর ৫, ২০১০
‘ফ্লাইওভার জোন’ নামে আলাদা বিভাগ করার প্রস্ততি চলছে

ঢাকা : সড়ক ও জনপদ অধিদপ্তরের আওতায় ‘ফ্লাইওভার জোন’ নামে আলাদা একটি বিভাগ করার প্রস্তুতি চলছে। পদ্মা সেতু ও যমুনা সেতু কর্তৃপক্ষের মতোই এই ফ্লাইওভার জোন করা হবে।



যোগাযোগ মন্ত্রণালয় সূত্র জানায়, রাজধানী ঢাকাসহ বিভাগীয় শহরগুলোর যানজট নিরসনের কথা চিন্তা করে সরকার এখনই আলাদাভাবে একটি ফ্লাইওভার জোন করার চিন্ত করছে। বর্তমানে ফ্লাইওভারগুলো সিটি করপোরেশন, এলজিইডি এবং সড়ক ও জনপদ বিভাগের মাধ্যমে তৈরি হচ্ছে।
 
যোগাযোগ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য ও ২ নং সাব কমিটির আহবায়ক ওমর ফারুক চৌধুরী কমিটির বৈঠকে পদ্মা ও যমুনা সেতু বিভাগের মতো মন্ত্রণালয়ের অধীনে আরও একটি ফ্লাইওভার বিভাগ চালু করার প্রস্তাব করেন। প্রস্তাবটির বাস্তবায়নের সুপারিশ মন্ত্রণালয় পাঠানো হয়। এরই ধারাবাহিকতায় ফ্লাইওভার বিভাগ সৃষ্টি করা হচ্ছে বলে সংশ্লিষ্ট সূত্র জানায়।

এ ব্যাপারে সংসদীয় স্থায়ী কমিটির সদস্য ওমর ফারুক চৌধুরী বাংলানিউজকে বলেন, ‘ফাইওভার নির্মাণের ক্ষেত্রে বিভিন্ন সমস্যা তৈরি হয়েছে। যেমন- সিটি করপোরেশন নিজস্ব পরিকল্পনা অনুযায়ী ফ্লাইওভার স্থাপন করছে। অন্যদিকে গণপুর্ত মন্ত্রণালয়ের অধীনে রাজউক, এলজিইডি এবং সড়ক ও জনপদ বিভিন্ন স্থানে ফাইওভার নির্মাণ করছে তাদের নিজস্ব পরিকল্পনা ও নকশায় ।

সমম্বয়ের অভাবে এসব ফ্লাইওভার উপকারের চেয়ে অনেক সময় বিপত্তি ডেকে আনার আশংকাও থেকে যায়। অথবা এমনও হয়, যতোটা উপকারে আসার কথা ততোটা উপকার সঠিক সমন্বয়হীন ফ্লাইওভার থেকে পাওয়া যায় না।  

এসব দিক বিবেচনা করে সমম্বিতভাবে কাজ করার জন্যই একটি ‘ফ্লাইওভার জোন’ করার প্রস্তাব করা হয়। ’


বাংলাদেশ সময়: ১৯১৭ ঘণ্টা, নভেম্বর ০৫, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।