ঢাকা: সরকারি অফিসগুলোতে তৃতীয় ও চতুর্থ শ্রেণীর কর্মচারী নিয়োগের ক্ষেত্রে সংস্থাপন মন্ত্রণালয়ের ছাড়পত্র প্রয়োজন হবে না। প্রয়োজনে সংশ্লিষ্ট দপ্তর তাদের চাহিদা অনুযায়ী কর্মচারী নিয়োগ দিতে পারবে।
পরিবর্তিত নিয়োগ বিধি অনুমোদন হলে মন্ত্রণালয়ের অধিনস্ত সকল অধিদপ্তর, পরিদপ্তর নিজস্ব উদ্যোগেই প্রয়োজন মাফিক কর্মচারী নিয়োগ দিতে পারবে।
সুত্র জানায়, বিভিন্ন দপ্তরের জরুরি ভিত্তিতে তৃতীয় চতুর্থ শ্রেণী পদে লোক নিয়োগের জন্য সংস্থাপন মন্ত্রণালয়ের ছাত্রপত্র পেতে বিভিন্ন কারণে কালক্ষেপণ হয়। যা অনেক সময় মন্ত্রণালয়কে পিছিয়ে দেয়। এ জটিলতা দুর করতে ওই পদগুলোতে নিয়োগের ক্ষমতা সংশ্লিষ্ট দপ্তরের কর্তৃপক্ষের হাতে দেওয়া হচ্ছে।
এ সংক্রান্ত বিধি তৈরির কাজ এগিয়ে চলছে বলেও জানায় সূত্র।
সংশ্লিষ্ট বিভাগ লোক নিয়োগের পর তা সংস্থাপন মন্ত্রণালয় এবং অর্থ মন্ত্রণালয়কে অবহিত করার বিধান রাখা হচ্ছে নতুন বিধিমালায়।
এর আগে ২০০১ সালে বিভিন্ন মন্ত্রণালয় ও তাদের অধীনস্থ কারিগরি শুন্য পদগুলো পুরণের ক্ষেত্রে সংস্থাপন মন্ত্রণালয়ের ছাড়পত্র গ্রহণের বাধ্য বাধকতা থেকে অব্যাহতি দেওয়া হয়।
বর্তমান সরকার ক্ষমতায় আশার পর সরকারি পর্যায়ে শুন্য পদ পুরণের তাগিদ দেয়।
সূত্র জানায়, এপর্যন্ত প্রায় ৬০ হাজার শূন্য পদ পুরণ করা হলেও সংস্থাপন মন্ত্রণালয়ের ছাত্রপড় পাওয়ার জটিলতায় বিভিন্ন মন্ত্রণালয়ের অধীনে প্রায় ৩০ হাজার শূন্য পদ পূরনের কাজ আটকে রয়েছে।
অভিযোগ রয়েছে, বিভিন্ন মন্ত্রণালয়ের শুন্য পদগুলোতে নিয়োগের জন্য ছাড়পত্র পেতে সংশ্লিষ্ট
মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রীরা ডিও লেটার পাঠানোর পরেও ছাড়পত্র পাওয়া যাচ্ছে না।
ডাক ও টেলিযোগ মন্ত্রণালয়ের অধীনে বিভিন্ন পর্যায়ে প্রায় সাড়ে চার হাজার শুন্য পদ পুরনের জন্য ছাড়পত্র পেতে সংস্থাপন সচিবের বরাবর ডিও লেটার দেন এ মন্ত্রণালয়ের মন্ত্রী রাজিউদ্দিন আহমেদ রাজু।
সূত্র জানায়, দীর্ঘ সাত মাস পর ২৮৫০টি শুন্য পদ পুরনের ছাড়পত্র দেয় সংস্থাপন মন্ত্রণালয়। বাকি পদে লোক নিয়োগের ব্যপারের সংস্থাপন মন্ত্রণালয় বিভিন্ন ধরনের আপত্তি দেয়।
সুত্র জানায়, তৃতীয় ও চতুর্থ শ্রেণীর কর্মচারী নিয়োগের ক্ষেত্রে সংস্থাপন মন্ত্রণালয়ের ছাড়পত্র নেয়ার বাধ্যবাধকতা উঠে গেলে সংশ্লিষ্ট বিভাগ কর্তৃক লোক নিয়োগ করা সিদ্ধান্তের বিষয় সংস্থাপন মন্ত্রণালয় এবং অর্থ মন্ত্রণালয়কে অবহিত করতে হবে।
বাংলাদেশ সময় : ১:১০ ঘণ্টা, নভেম্বর ০৮, ২০১০