ঢাকা, বুধবার, ২৮ মাঘ ১৪৩১, ১২ ফেব্রুয়ারি ২০২৫, ১২ শাবান ১৪৪৬

বাংলানিউজ স্পেশাল

সফরের ২য় দিন, বাংলাদেশি মিডিয়ায় প্রণব

নূরনবী সিদ্দিক সুইন, অ্যাসিসট্যান্ট আউটপুট এডিটর | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯১৮ ঘণ্টা, মার্চ ৫, ২০১৩
সফরের ২য় দিন, বাংলাদেশি মিডিয়ায় প্রণব

ঢাকা: জামায়াতের ডাকা দ্বিতীয় দিনের হরতালে সারাদেশে সহিংসতার খবরসহ মঙ্গলবার বিএনপির আরেকটি হরতাল থাকার পরও সফররত ভারতীয় রাষ্ট্রপতি প্রণব মুখার্জির নানা কর্মসূচি দেশের বেশিরভাগ প্রিন্ট মিডিয়ায় গুরুত্ব সহকারে প্রকাশিত হয়েছে। ঢাকা ভার্সিটির সমাবর্তন অনুষ্ঠানসহ নানা কর্মসূচিতে এদিন ব্যস্ত ছিলেন ভারতীয় প্রথম বাঙালি এ রাষ্ট্রপতি।



মুক্তিযুদ্ধ সম্মাননায় ভূষিত প্রণব `আমরা কাঁধে কাঁধ হাতে হাত মিলিয়ে চলব` এমন শিরোনাম দৈনিক কালের কণ্ঠের। পত্রিকাটি প্রথম পাতার মাঝামাঝিতে ২কলাম জুড়ে অনেকটা বড় করে এ সংবাদটি প্রকাশ করেছে। সঙ্গে প্রণবের সম্মাননা গ্রহণের ছবিটিও।

বাংলাদেশ প্রতিদিন প্রথমপাতা উপরের দিকে সমাবর্তন অনুষ্ঠানের ছবিসহ ২য় শীর্ষ সংবাদ করেছে।   শিরোনাম দেওয়া হয়েছে ‘স্বপ্নের বাংলাদেশ গড়তে ভারত পাশে থাকবে’। একইভাবে সিঙ্গেল কলামে প্রথমপাতা উপরের দিকে প্রণবের হোটেলের সামনে বোমা শীর্ষক সংবাদটিও ছেপেছে। ঠিক এই খবরটির নিচে প্রণবের সঙ্গে খালেদা জিয়ার সাক্ষাত বাতিল হওয়া নিয়ে ভারতীয় পত্রিকায় সমালোচনা শীর্ষক খবরটিও ছেপেছে দেশের সর্বাধিক প্রচারিত এ দৈনিক। এছাড়া শেষের পাতায় ‘জামাইবাবুর জন্য প্রস্তুত নড়াইল’ শীর্ষক সংবাদটি স্থান পায়।

দৈনিক ইত্তেফাক প্রথম পাতায় ২ কলামে শিরোনাম করেছে বাংলাদেশের পাশে থাকবে একাত্তরের মতোই। মুক্তিযুদ্ধ সম্মাননার জবাবে প্রণব মুখার্জি এমনটাই বলেছেন বঙ্গভবনে আয়োজিত অনুষ্ঠানে। ছবিতে প্রণবকে রাষ্ট্রপতি জিল্লুর রহমানের কাছ থেকে সম্মাননা নিতে দেখা যাচ্ছে। পাশেই প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

দৈনিক সমকাল প্রথম পাতার মাঝামাঝিতে সমাবর্তন বক্তৃতাকে ঘিরে ৩ কলাম জুড়ে শিরোনাম করেছে ‘গণতন্ত্র রক্ষায় তরুণদের সদাসতর্ক থাকতে হবে’। পত্রিকাটি তার দেওয়া বক্তৃতার পূর্ণ বিবরণ ভেতরের পৃষ্টায় প্রকাশ করেছে। এছাড়া জামাইবরণে প্রস্তত নড়াইল, সবার অংশগ্রহণে নির্বাচনে জোর দিলেন প্রণব, প্রণবের সঙ্গে সাক্ষাৎ না করায় খালেদার কঠোর সমালোচনা করেও প্রতিবেদন প্রকাশ করেছে।

দৈনিক যুগান্তর প্রথমপাতায় ওভাবে কোনো সংবাদ প্রকাশ করেনি। তবে সিঙ্গেল কলামে আগামী নির্বাচনে সব দলের অংশগ্রহণ চায় ভারত, এরশাদকে প্রণব মুখার্জি এমন সংবাদ প্রকাশ করেছে। এছাড়া শেষের পাতায় নিচের দিকে ঢাবির সমাবর্তনের ছবিসহ ‘বাংলাদেশের মাটিতেই আমার শেকড়: প্রণব মুখার্জি’ এমন শিরোনোমে সংবাদ প্রকাশ করেছে।

আমাদের সময় প্রথম পাতায় ৩ কলাম জুড়ে সমাবর্তন অনুষ্ঠানের ছবিসহ শিরোনাম করেছে ‘তরুণরাই বাংলাদেশ’। এছাড়া শেষের পাতায় ‘প্রণবের হোটেলের বাইরে ককটেল বিস্ফোরণ’ ও ‘আজ শ্বশুরবাড়ি আসছেন জামাইবাবু প্রণব’ শীর্ষক সংবাদ ছেপেছে। পত্রিকাটি এ পাতায় ‘প্রণব মুখার্জিকে ভাস্কর্য উপহার দিতে চায় শিশু তূর্য’ এমন একটি ভিন্নধর্মী সংবাদও প্রকাশ করেছে।  

মানবজমিন ‘নির্বাচনে সব দলের অংশগ্রহণ চান প্রণব’  শীর্ষক প্রধান শিরোনাম করেছে।   একইপাতায়  ড. কামালের খোঁজ নিতে প্রণবের ফোন শীর্ষক  খবর প্রকাশ করেছে। অসুস্থ কামাল হোসেন জানতে পেরে একপর্যায়ে ফোন নম্বর পেয়ে তাকে ফোন করেন ভারতের এ প্রেসিডেন্ট।

প্রথমআলো প্রথমপাতার একেবারে নিচে ‘সম্মাননা পেয়ে একাত্তরে ফিরে গেলেন প্রণব’ শীর্ষক ৩ কলামে সংবাদ প্রকাশ করেছে। তবে শেষের পাতায় ‘প্রণবের ভাষণে তরুণেরা মুগ্দ্ধ’ ঢাবিতে ডক্টর অব লজ ডিগ্রি নেওয়ার  ছবিসহ এ সংবাদটি প্রকাশ করেছে।

আমার দেশ সব দলের অংশগ্রহণে নির্বাচনের কথা বললেন ভারতের রাষ্ট্রপতি এমন শিরোনামে প্রথমপাতায় মাঝে প্রকাশ করেছে। একইভাবে প্রণব মুখার্জির সঙ্গে খালেদার বৈঠক বাতিল সুদুরপ্রসারী বার্ত‍া শীর্ষক একটি ডেস্ক রিপোর্ট করেছে।

তবে অর্থনীতির কাগজ বণিক বার্তায় প্রথম পাতায় জায়গা পাননি প্রণব মুখার্জি। পত্রিকাটি শেষের পাতায় ছবিসহ নিচের দিকে উন্নতিও প্রবৃদ্ধি অর্জন করতে হবে একযোগে এমন খবর ছাপিয়েছে।

ইংরেজি দৈনিক ডেইলি সান ‘প্রণব হোপফুল অ্যাবাউট আর্লি তিস্টা ডিল’ ও ‘প্রণব অনার্ড উইথ মুক্তিযুদ্ধ সম্মাননা’ শীর্ষক দুটি নিউজ প্রকাশ করে।

অন্যদিকে ইংরেজি দৈনিক ডেইলি স্টার প্রথম পাতায় ৬ কলাম জুড়ে স্বাধীনতা সম্মাননা গ্রহণের ছবিসহ ‘ Pranab honoured for `71 role’ শীর্ষক সংবাদ প্রকাশ করেছে।

উল্লেখ্য, ভারতের রাষ্ট্রপতি প্রণব মুখার্জি স্ত্রী শুভ্রা মুখার্জিকে নিয়ে গত রোববার ৩দিনের সফরে ঢাকায় এসেছেন। তাঁকে বহনকারী ইন্ডিয়ান এয়ারলাইন্সের একটি বিশেষ ফ্লাইট এদিন দুপুর সাড়ে ১২টায় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। বিমানবন্দরে প্রণব মুখার্জিকে স্বাগত জানান রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমান।

প্রণব মুখার্জি ঢাকায় পৌঁছানোর পর তাঁকে লালগালিচা সংবর্ধনা দেওয়া হয় এবং তিন বাহিনীর একটি চৌকস দল গার্ড অব অনার দেয়। বিমানবন্দরের আনুষ্ঠানিকতা সেরে সরাসরি সাভারে জাতীয় স্মৃতিসৌধে যান।
মঙ্গলবার তার শ্বশুরবাড়ি নড়াইল যাবার কর্মসূচিসহ ব্যস্তদিন কাটিয়ে বিকেলে তার ঢাকা ছাড়ার কথা রয়েছে।

বাংলাদেশ সময়: ০৮৪০ঘণ্টা, মার্চ ০৩, ২০১৩
আরআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।