ঢাকা: সরকারি সব কাজে বাংলা টাইপিং-এর ক্ষেত্রে ইউনিকোড সফটওয়্যার ও ফন্ট ব্যবহারের নির্দেশ দেওয়া হয়েছিল ছয় মাস আগে। কিন্তু এখনও সরকারের অধিকাংশ মন্ত্রণালয় ও সরকারি দপ্তরে পুরনো পদ্ধতির বাংলা সফটওয়্যারই ব্যবহার হচ্ছে।
গত ১৯ মে বাংলা ভাষার দ্রুত প্রমিতকরণ ও সরকারি কাজ আধুনিকীকরণের লক্ষ্যে মন্ত্রিপরিষদ বিভাগের আইসিটি অধিশাখা থেকে বিজয় বাংলা সফটওয়্যার ব্যবহার বন্ধ করে বাংলা ইউনিকোড ব্যবহারের নির্দেশ দেওয়া হয়।
একইদিন জারি করা ০৪.২৩০.০৩২.০০.০০.০০১.২০১০-১৫০ নম্বর নির্দেশপত্রে বলা হয়, সরকারি কাজে কম্পিউটারে বাংলার ব্যবহার দ্রুত প্রমিতকরণ নিশ্চিতকরণসহ সরকারের সকল মন্ত্রণালয়/বিভাগ ও এর অধিনস্ত দপ্তরসমূহে নিকস ফন্টের জরুরি ব্যবহার নিশ্চিতকরণের লক্ষ্যে নিম্নে বর্ণিত ওয়েবসাইটসমূহ সফটওয়্যারসমূহ ডাউনলোড করতঃ ইনস্টল করা প্রয়োজন। ”
নিকস ফন্ট ও নিকস ইউনিকোড কনভার্টার বিনামূল্যে কোথা থেকে ডাউনলোড করা যাবে তার লিংক (www.ecs.gov.bd/Bangla/) দেওয়া হয়।
এতে আরও বলা হয়, ‘বর্ণিত ব্যবস্থার আলোকে সরকারি কাজে কম্পিউটারে বাংলা ব্যবহারে দ্রুত প্রমিতকরণ নিশ্চিতকরণে বিশেষভাবে অনুরোধ করা হলো। ’
ওই দিন মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম বাংলা টাইপিং চালু বিষয়ে আয়োজিত এক প্রশিক্ষণ কর্মশালায় ১৫ দিনের মধ্যে পাঁচটি মন্ত্রণালয়ে ইউনিকোডে বাংলা চালু করার ঘোষণা দেন। দুই দিনের ঐ কর্মশালাটি বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোতে অনুষ্ঠিত হয়।
তিনি জানান, মন্ত্রিপরিষদ বিভাগ, অর্থ, শিক্ষা, স্বাস্থ্য ও সংস্থাপন মন্ত্রণালয়ে ইউনিকোডভিত্তিক সফটওয়্যার ও ফন্ট ব্যবহার করে বাংলা টাইপিং এর কাজ চালু করা হবে।
বর্তমানে ডিসেম্বর মাস এসে পড়লেও সরকারের কোনো মন্ত্রণালয়ে পুরোপুরি ইউনিকোডভিত্তিক সফটওয়্যার ও ফন্টের ব্যবহার শুরু হয়নি। তবে মন্ত্রিপরিষদ বিভাগ তাদের কার্যক্রম ইউনিকোড ভিত্তিক টাইপিং ব্যবস্থাপনায় এনেছে।
এ ব্যপারে মন্ত্রিপরিষদ বিভাগের আইসিটি অধিশাখার উপসচিব কায়সারুল ইসলাম জানিয়েছেন, আমরা আদেশের কপি সংশ্লিষ্ট সব জায়গায় পাঠিয়ে দিয়েছি। মন্ত্রিপরিষদ বিভাগে সর্বত্র ইউনিকোডভিত্তিক সফটওয়্যার ও ফন্ট ব্যবহার করে টাইপ করা হচ্ছে।
যারা এ আদেশ মানছে না তাদের বিরুদ্ধে সরকারি ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।
বিভিন্ন মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তারা এখনো সংবাদ বিজ্ঞপ্তি পাঠাচ্ছেন বিজয় সফটওয়্যার ও ফন্ট ব্যবহার করে নির্মিত ওয়ার্ড ফাইল আকারে।
নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক কর্মকর্তা বাংলানিউজকে জানিয়েছেন, দীর্ঘদিন ধরে বিজয়ভিত্তিক সফটওয়্যার ও ফন্ট ব্যবহারে অভ্যস্ত হওয়ায় তারা এখনো বাংলা টাইপিং সম্পর্কিত কোনো কাজে বিজয় ছাড়া অন্য কিছুর ব্যাপারে চিন্তা করছেন না।
বাংলাদেশ সময়: ১৮৪৯ ঘণ্টা, ডিসেম্বর ০৩, ২০১০