ঢাকা, বুধবার, ২৮ মাঘ ১৪৩১, ১২ ফেব্রুয়ারি ২০২৫, ১২ শাবান ১৪৪৬

বাংলানিউজ স্পেশাল

হরতালের রাস্তায় সবুজ হেলমেট বিআরটিসির বাস চালকদের মাথায়

আনোয়ারুল করিম, সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১৬ ঘণ্টা, নভেম্বর ৩০, ২০১০
হরতালের রাস্তায় সবুজ হেলমেট বিআরটিসির বাস চালকদের মাথায়

ঢাকা: হরতালে মাথায় ‘হেলমেট’ পরে বাস চালান বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশনের (বিআরটিসি) চালকরা। মঙ্গলবার বিএনপির ডাকা সকাল-সন্ধ্যা হরতালের দিন রাজধানীতে এ চিত্র দেখা যায়।



তবে মোটরসাইকেলের হেলমেটের সঙ্গে বাস চালকদের মাথায় থাকা এসব হেলমেটের বেশ পার্থক্য আছে। এগুলোর রঙ সবুজ, একই রঙের রশি দিয়ে মোড়ানো।

হেলমেট মাথায় বাস চালাচ্ছিলেন আজিমপুর-মিরপুর-১ রুটের বিআরটিসি দ্বিতল বাসের চালক নাজিমুদ্দিন। দুপুরে নীলক্ষেত মোড়ে বাংলানিউজের সঙ্গে আলাপকালে হেলমেট পরে বাস চালানোর অভিজ্ঞতা তুলে ধরেন তিনি।

বাংলানিউজকে বলেন, ‘ভালোই লাগছে। তবে মাথায় ভার লাগে। মাঝেমধ্যে খুলে রাখি। ’

হেলমেট পরার কারণ ব্যাখ্যা করে তিনি বলেন, ‘সরকারি বাস চালাই। হঠাৎ যদি কোথাও কেউ কিছু করেই বসে, হেলমেটের কারণে মাথা হয়তো রক্ষা পেতে পারে। ’

‘হেলমেট কোথায় পেয়েছেন’- এ প্রশ্নের জবাবে নাজিমুদ্দিন বলেন, ‘সকালে ডিপো থেকে বের হওয়ার সময় অফিস থেকে দেওয়া হয়েছে। ’

বিআরটিসির পরিচালক (কারিগরি) কর্নেল আখতার কামাল বাংলানিউজকে জানান, আর সব দিনের মতো হরতালের দিনও রাজধানীতে বিআরটিসির ১৬১টি বাস সড়কে নামে।

তিনি বলেন, ‘তারা সবাই বিআরটিসির নিজস্ব চালক। ’

চালকদের নিরাপত্তা প্রসঙ্গে কর্নেল আখতার বলেন, ‘হরতালের দিনে জনসেবায় নিয়োজিত থাকায় তাদের বিশেষ নিরাপত্তা তেমন দিতে পারি না। ’

তিনি বলেন, ‘তবে তাদের সবাইকে হেলমেট দেওয়া হয়েছে। ’

হেলমেটগুলো বিআরটিসি বেশ ক’বছর আগেই নিজস্ব উদ্যোগে কিনেছিল বলে জানান কর্নেল আখতার।
 
এদিকে রাজধানীতে বিআরটিসির প্রায় সব বাস চলাচল করলেও বিকেল পর্যন্ত এগুলোতে যাত্রীর তেমন চাপ ছিলো না। স্বল্প সংখ্যক যাত্রী নিয়েই এসব বাসকে চলাচল করতে দেখা গেছে।  

বাংলাদেশ সময়: ১৬০০ ঘণ্টা, নভেম্বর ৩০, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।