ঢাকা: বাংলাদেশের নোবেল বিজয়ী ড. মুহাম্মদ ইউনূস গ্রামীণ ব্যাংকের একটি তহবিল থেকে প্রায় ৭শ কোটি টাকা বা ১০ কোটি ডলার সরিয়েছেন বলে নরওয়ের রাষ্ট্রীয় টেলিভিশনে প্রচারিত একটি প্রামাণ্যচিত্রে অভিযোগ করা হয়েছে।
গত মঙ্গলবার রাতে নরওয়ের ওই টেলিভিশনে প্রথমবারের মত প্রচারিত ‘ক্ষুদ্র ঋণের ফাঁদে’ (Caught in Micro debt) নামে এই প্রামাণ্য চলচ্চত্রটি নির্মাণ করেছেন ডেনমার্কের চলচ্চিত্র নির্মাতা টম হাইনম্যান।
১৯৯৬ সালে গ্রামীণ ব্যাংকের দরিদ্র ঋণ গ্রহীতাদের জন্য আসা এই অর্থসাহায্য তাঁর মালিকানাধীন আরেকটি কোম্পানিতে স্থানান্তর করেছে নোবেল বিজয়ী ড. ইউনূস।
চলচ্চিত্রটিতে বলা হয়, ড. ইউনূস তার বিখ্যাত গ্রামীণ ব্যাংকের মাধ্যমে গ্রামের বহু দরিদ্র নারীকে ৩০ ভাগ সুদের হারে ঋণ দিয়ে ঋণের জালে জড়িয়ে ফেলেছেন।
বিষয়টি নিয়ে নির্মাতা টম হাইনম্যান কয়েকবার বাংলাদেশেও এসেছেন এবং বিভিন্ন দেশের বিশেষজ্ঞদের সঙ্গে কথা বলেছেন।
নির্মাতা অভিযোগ করেছেন, প্রায় ৬ মাস ধরে তিনি ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করার এবং বিষয়টি সম্পর্কে কথা বলার চেষ্টা করেছেন। কিন্তু ড. ইউনূস তাকে কোনো সময় দেননি।
শান্তিতে নোবেল বিজয়ী ড. মুহাম্মদ ইউনূসের যে ইতিবাচক চিত্র মানুষের মনে আছে এই চলচ্চিত্রটি সম্পূর্ণ তার বিপরীত একটি চিত্র তুলে এনেছে।
বাংলাদেশ সময়: ১৩৩৯ ঘন্টা, ডিসেম্বর ০১, ২০১০