ঢাকা, বুধবার, ২৮ মাঘ ১৪৩১, ১২ ফেব্রুয়ারি ২০২৫, ১২ শাবান ১৪৪৬

বাংলানিউজ স্পেশাল

হেফাজতের ১৩ দফা দেশকে ১৩শ বছর পিছিয়ে দেবে

বাংলানিউজ টিম | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১৭ ঘণ্টা, এপ্রিল ২০, ২০১৩
হেফাজতের ১৩ দফা দেশকে ১৩শ বছর পিছিয়ে দেবে

আইইবি থেকে: হেফাজতে ইসলামের ১৩ দফা মানলে বাংলাদেশ ১৩শ বছর পিছিয়ে যাবে বলে মন্তব্য করেছেন সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মুহম্মদ জাফর ইকবাল।

শনিবার সকালে ইনস্টিটিউশন অব ইঞ্জিনিয়ার্স অব বাংলাদেশ (আইইবি)মিলনায়তনে জামায়াত-শিবিরের রাজনীতি নিষিদ্ধসহ ৫ দফা দাবিতে আয়োজিত জাতীয় সম্মেলনে তিনি একথা বলেন।

ড. ইকবাল বলেন, “হেফাজতের একেকটি দফা মানলে বাংলাদেশ একশ বছর করে পিছিয়ে যাবে। ব্যাহত হবে দেশের উন্নয়ন। ”

তিনি বলেন,  “ব্যভিচারী এরশাদ হেফাজতে ইসলামকে পানি খাইয়েছেন। আর বিএনপির সিনিয়র নেতারা গেছেন মঞ্চে। এই সমাবেশ শেষে তারা শাহবাগে হামলা করেছিলেন। আমি সেখানে ছিলাম। দেখেছি তরুণদের সাহস। তাদের  কাউকে ভয় পেতে দেখিনি। তারা হামলা প্রতিহত করেছে। ”
 
তিনি বলেন, “আমাদের একটি তরুণ সমাজ রয়েছে, যা আর কারো নেই; যারা  অনুভব করে মুক্তিযুদ্ধের চেতনা। এই বিশাল শক্তিকে কাজে লাগাতে হবে। আমরা ’৭১ সালে ভয় পাইনি। এখনও ভয় পাবো না। আমাদের পরিষ্কার বলতে জামায়াত-শিবিরের রাজনীতি নিষিদ্ধ করতে হবে। ”

জার্মানির নাৎসী বাহিনীর কথা উল্লেখ করে জাফর ইকবাল বলেন, “জার্মানিতে যেমন নাৎসী বাহিনী রাজনীতি করার অধিকার পায়নি, তেমনি বাংলাদেশেও জামায়াত থাকতে পারে না। বিশ্বাস রাখতে হবে, বিজয় আমাদের হবেই। ”

তিনি বলেন, “যুদ্ধাপরাধীদের বিচার বাধাগ্রস্ত করার জন্য জামায়াত-শিবির সারাদেশে ভয়ঙ্কর নারকীয় তাণ্ডব চালাচ্ছে। অনেক সময় মনে হচ্ছে, সরকার সঠিকভাবে নিয়ন্ত্রণ করতে পারছে না। তবে তাদের নিষিদ্ধ করা হলেই সব সমস্যা দূর হয়ে যাবে। ”

বাংলাদেশ সময়: ১৬০৭ ঘণ্টা, এপ্রিল ২০, ২০১৩
এমআইএইচ/ইএস/এসএআর/আইএইচ/সম্পাদনা: আশিস বিশ্বাস, অ্যাসিস্ট্যান্ট আউটপুট এডিটর; জুয়েল মাজহার, কনসালট্যান্ট এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।