ঢাকা: চট্টগ্রামবাসীর সুপেয় পানির চাহিদা দূর করতে এবার পানি আনা হচ্ছে কর্নফুলীর রাঙ্গুনিয়া এলাকা থেকে। ৩০ কিলোমিটার দীর্ঘ নল দিয়ে তাদের এ পানি বিতরণ করা হবে।
এ লক্ষ্যে ১ হাজার ৩৫০ মিলিয়ন লিটার ধারণ ক্ষমতা সম্পন্ন একটি ইউনিট নির্মাণ করা হচ্ছে চট্টগ্রামে। সমপরিমাণ পানি ধারণ ক্ষমতাসম্পন্ন আরেকটি ইউনিট নির্মাণের ব্যবস্থাও রাখা হয়েছে।
স্থানীয় সরকার বিভাগের ‘কর্ণফুলী পানি সরবরাহ’ (সংশোধিত) প্রকল্পের ব্যয় ধরা হয়েছে এক হাজার ৫১০ কোটি টাকা। এর মধ্যে ৫১৯ কোটি টাকা দিচ্ছে বাংলাদেশ সরকার। বাকি অর্থ আসছে জাইকা থেকে।
পরিকল্পনা কমিশন সূত্রে এ তথ্য জানা গেছে।
মঙ্গলবার প্রকল্পটি জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটিতে (একনেক) অনুমোদিত হয়েছে।
সূত্র জানায়, ২০০৬ সালে মার্চে প্রকল্পটির কাজ শুরু হয়েছিল। কিন্তু জমি অধিগ্রহণে সমস্যার কারণে প্রকল্পটি ঝুলে যায়। পরে ২০০৯ সালের মাঝামাঝি সময়ে চট্টগ্রাম ওয়াসা কর্তৃপক্ষ অধিগ্রহন করা ১৭ একর জমি বুঝে নেয়।
প্রকল্পটির কাজ শেষ হবে ২০১২ সালের জুন মাসে। প্রকল্পটি বাস্তবায়িত হলে চট্টগ্রামবাসীর একটি বড় অংশের পানি চাহিদা মিটবে।
সূত্র জানায়, বর্তমান চট্টগ্রামে তীব্র পানি সঙ্কট রয়েছে। ওয়াসা যে পানি দেয় তা দিয়ে নাগরিকদের ২০ শতাংশ চাহিদা মেটে।
পরিকল্পনা সচিব মনজুর হোসেন বাংলানিউজকে জানান, সরকার ভূ-গর্ভস্থ পানির তুলনায় ভূ-পৃষ্ঠের পানি ব্যবহারের ওপর গুরুত্ব দিচ্ছে। এ কারণে প্রকল্পটি একনেকে অনুমোদন দেওয়া হয়েছে।
বাংলাদেশ সময়: ১৭৫১ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৮,২০১১