ঢাকা, বুধবার, ২৯ মাঘ ১৪৩১, ১২ ফেব্রুয়ারি ২০২৫, ১২ শাবান ১৪৪৬

বাংলানিউজ স্পেশাল

৭ দেশে বাংলাদেশের ৮ কনসাল জেনারেল ঢাকা আসছেন

আনোয়ারুল করিম, সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৪৯ ঘণ্টা, এপ্রিল ১০, ২০১১
৭ দেশে বাংলাদেশের ৮ কনসাল জেনারেল ঢাকা আসছেন

ঢাকা: পহেলা বৈশাখ উপলক্ষে বিশ্বের ৭ দেশে নিযুক্ত বাংলাদেশের আটজন অনারারি কনসাল জেনারেলকে ঢাকায় আনা হচ্ছে। এ ৭টি দেশ হলো নরওয়ে, বুলগেরিয়া, আইসল্যান্ড, নেদারল্যান্ডস, ক্রোয়েশিয়া, ইয়েমেন ও মালয়েশিয়া।

   

বাংলাদেশের আর্থসামাজিক অবস্থা পর্যবেক্ষণ এবং দেশের বিনিয়োগ ও বাণিজ্য পরিবেশ কাজে লাগিয়ে বিদেশি বিনিয়োগ আকর্ষণের জন্যই বাংলাদেশের এই সাম্মানিক রাষ্ট্রদূতদের পরিচিতিমূলক সফরে আনার পরিকল্পনা নিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়।  

পররাষ্ট্র মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট সূত্র জানায়, ‘ফ্যামিলিরাইজেশন অব বাংলাদেশ’ প্রকল্পের আওতায় তাদের দেশে আনা হচ্ছে।

আগামী পহেলা বৈশাখ উপলক্ষে বাংলাদেশে আসার জন্য অপেক্ষমান আট কনসাল জেনারেল হলেন, নরওয়ের বার্গেই শহরে নিযুক্ত ইলিফ দোসেন, বুলগেরিয়ার সোফিয়া শহরে নিযুক্ত স্ত্রোয়ান দিমিত্রভ, আইসল্যান্ডের রেইকজাভিক শহরে নিযুক্ত স্তেফান এস গাদজনসন্স, ক্রোয়েশিয়ার জাগরেবে নিযুক্ত আন্তে সোরিক, নেদারল্যান্ডের রটারডামে নিযুক্ত দ্রিক ফন ইক ও আমস্টারডামে নিযুক্ত দ্রিক ইয়ান ফন ওমেরেন, ইয়েমেনে নিযুক্ত সালেহ সাঈদ আল গালিবি, মালয়েশিয়ার পেনাং শহরে নিযুক্ত শেখ ইসমাইল আলাউদ্দিন।

‘ফ্যামিলিরাইজেশন অব বাংলাদেশ’ প্রকল্পের আওতায় এর আগে গত ২১ ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে অন্য ৮ দেশে নিযুক্ত কনসাল জেনারেলকে বাংলাদেশ সফর আনা হয়। আগামী ডিসেম্বরে বিজয় দিবসে অন্য কয়েকটি দেশের কনসাল জেনারেলদের আনা হবে।

এবারের সফরে বাংলাদেশের জাহাজশিল্প, ওষুধশিল্প, আমদানি-রপ্তানিসহ বিভিন্ন ব্যবসায়ী সংগঠনের সঙ্গে বৈঠকের সূচি রেখেছে পররাষ্ট্র মন্ত্রণালয়। এছাড়া ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই ও অপর সংগঠন এমসিসিআিই’র দেওয়া বৈঠক ও নৈশভোজে যোগ দেবেন অনারারি কনসাল জেনারেলরা।  

পররাষ্ট্রমন্ত্রণালয় সূত্র জানায়, ‘ফ্যামিলিরাইজেশন অব বাংলাদেশ’ কার্যক্রমের মূল লক্ষ্য বাংলাদেশের বাণিজ্যিক প্রক্রিয়া ও সুবিধাদি কনসাল জেনারেলদের বুঝিয়ে দেয়া। যাতে তারা এই বাণিজ্যিক কার্যক্রম সম্প্রসারণে কার্যকর ভূমিকা নিতে পারেন।

তাদের বাংলাদেশে সফরের জন্য বিভিন্ন উৎসবকালকেই বেছে নিয়েছে পররাষ্ট্রমন্ত্রণালয়। এজন্যই একুশে ফেব্রুয়ারি, পহেলা বৈশাখ ও বিজয় দিবসকে ঘিরে আয়োজন করা হয়েছে সফরগুলো।

সূত্র জানায়, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে গত ২০ ফেব্রুয়ারি তিনদিনের সফরে এসেছিলেন আজারবাইজান, নরওয়ে, সিরিয়া, লেবানন, পোলান্ড, স্পেন, উগান্ডা ও তানজানিয়ায় নিযুক্ত বাংলাদেশের কনসাল জেনারেলরা।

আগামী বিজয় দিবসে বাংলাদেশে আসার জন্য এরই মধ্যে তিনদেশের চারজন কনসাল জেনারেলকে আমন্ত্রণ জানানো হয়েছে।

তারা হলেন, তুরস্কের ইস্তাম্বুলে নিযুক্ত কনসাল জেনারেল কাজিম ওমর, ফিনল্যান্ডের হেলসিংকিতে নিযুক্ত  দুই কনসাল জেনারেল হারি ব্লেজার ও তোইমাস মানতেসারি, বেলজিয়ামের অ্যান্টোয়ার্পে নিযুক্ত পাত্রিক সোফিস।

সূত্র জানায়, পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে কনসাল জেনারেলদের পরিদর্শনের জন্য নির্ধারণ করা হয়েছে ওষুধ ব্যবসার জন্য বেক্সিমকো ফার্মা, জাহাজ ব্যবসার জন্য চট্টগ্রামের ইস্টার্ন শিপিং কোম্পানিকে। তারা চট্টগ্রামে এক্সপোর্ট প্রসেসিং জোনে (কেইপিজেড) বিভিন্ন কার্যক্রম পরিদর্শন করবে।

বাংলাদেশ সময়: ২২২৬ ঘণ্টা, এপ্রিল ১০, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।