ঢাকা, শুক্রবার, ২১ অগ্রহায়ণ ১৪৩১, ০৬ ডিসেম্বর ২০২৪, ০৩ জমাদিউস সানি ১৪৪৬

ব্যাংকিং

ইসলামী ব্যাংকের চেয়ারম্যান আরাস্তু খান

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪১৫ ঘণ্টা, জানুয়ারি ৯, ২০১৭
ইসলামী ব্যাংকের চেয়ারম্যান আরাস্তু খান

ঢাকা: ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের ব্যবস্থাপনায় এসেছে পরিবর্তন। প্রতিষ্ঠানটির নতুন চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পেয়েছেন আরাস্তু খান। জেনে নেওয়া যাক তার পরিচিতি।

ইসলামী ব্যাংকে দায়িত্ব পাওয়ার আগে আরাস্তু খান বাংলাদেশ কমার্স ব্যাংক লিমিটেডের চেয়ারম্যান হিসেবে দায়িত্বপালন করেন। তিনি বাংলাদেশ সরকারের পরিকল্পনা কমিশনের সদস্য হিসেবেও দায়িত্ব পালন করেন।

ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এমএসএস ডিগ্রি লাভের পর আরাস্তু খান যুক্তরাষ্ট্রের হাভার্ড বিশ্ববিদ্যালয় থেকে ডিগ্রি লাভ করেন মাস্টার্স ইন পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন (এমপিএ) বিষয়ে।  

আরাস্তু খান ১৯৫৬ সালে মানিকগঞ্জ জেলার গরপাড়া গ্রামের এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্ম নেন।  

বাংলাদেশ সময়: ১৯৩৩ ঘণ্টা, জানুয়ারি ০৯, ২০১৬
এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।