ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিএনপি

নলডাঙ্গায় খাজুরা ইউপিতে বিএনপির ভোট বর্জন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩০০ ঘণ্টা, মে ৭, ২০১৬
নলডাঙ্গায় খাজুরা ইউপিতে বিএনপির ভোট বর্জন

নাটোর: প্রকাশ্যে নৌকা প্রতীকে সিল মারা, এজেন্টদের কেন্দ্র থেকে বের করে দেওয়াসহ নানা অভিযোগে নাটোরের নলডাঙ্গা উপজেলার খাজুরা ইউনিয়নের বিএনপির প্রার্থী শেখ জহুরুল ইসলাম ভুটু নির্বাচন বর্জন করেছেন।

শনিবার (০৭ মে) বেলা সাড়ে ১১টায় সংবাদ সম্মেলন করে তিনি নির্বাচন বর্জনের ঘোষণা দেন।

এ সময় দলীয় নেতাকর্মী ও এজেন্টরা উপস্থিত ছিলেন।

তিনি বলেন, বর্তমান পরিস্থিতিতে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন সম্ভব নয়। সরকার দলীয় নেতাকর্মীরা বিএনপির কর্ম-সমর্থকদের কেন্দ্রে যেতে দিচ্ছে না। সাধারণ ভোটারদের জোর করে নৌকায় ভোট দিতে বাধ্য করছে।

নির্বাচনের রির্টানিং অফিসার আমিরুল ইসলাম বাংলানিউজকে জানান, ভোট বর্জনের খবর তার জানা নেই। কোনো অনিয়ম ও কারচুপির ব্যাপারে কোনো অভিযোগ করেনি কেউ। কোথাও কোনো অপ্রীতিকর ঘটনাও ঘটেনি।

বাংলাদেশ সময়: ১২৫৭ ঘণ্টা, মে ০৭, ২০১৬
এসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।