ঢাকা, মঙ্গলবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিএনপি

গোলটেবিল বৈঠকে বিএনপি কর্মীদের হাতাহাতি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪০০ ঘণ্টা, জুলাই ২৫, ২০১৬
গোলটেবিল বৈঠকে বিএনপি কর্মীদের হাতাহাতি ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: এক গোলটেবিল বৈঠকে ছবি তোলাকে কেন্দ্র করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খানের সামনে কর্মীদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটেছে। এ সময় নজরুল ইসলাম খান স্বয়ং প্রধান অতিথির বক্তব্য দিচ্ছিলেন।

সোমবার (২৫ জুলাই) দুপুরে জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে এ ঘটনা ঘটে। তবে হাতাহাতির ঘটনা সৃষ্টিকারীদের প্রাথমিকভাবে নাম-পরিচয় জানা যায়নি।

‘বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যন তারেক রহমানের বিরুদ্ধে মিথ্যা মামলায় প্রহসনমূলক রায় এবং সস্ত্রাস, জঙ্গিবাদ নির্মূলে জাতীয় ঐক্যের ভবিষ্যৎ’ শীর্ষক গোলটেবিল বৈঠকে হাতাহাতির ঘটনাটি ঘটে।

গোলটেবিল বৈঠকটির আয়োজন করে জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস) ঢাকা মহানগর উত্তর।

বিএনপি নেতা নজরুল ইসলাম খান বক্তব্য দেওয়ার সময়ই তার সামনেই বসে থাকা বিএনপির দুই কর্মীর মধ্যে হাতাহাতি শুরু হয়। শুধু তাই নয় অকথ্য ভাষায় একে অপরকে গালিগালাজও করতে থাকেন। একে-অপরে ধস্তাধস্তির এক পর্যায়ের দু’জনে ফ্লোরে গড়িয়ে পড়েন। পরে অন্য নেতাকর্মীদের হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হয়।

বৈঠকে আরও উপস্থিত ছিলেন আয়োজক সংগঠন জাসাস’র আহ্বায়ক ডা. আরিফুর রহমান মোল্লা, জাসাস ঢাকা মহানগর উত্তরের যুগ্ম-আহ্বায়ক নজরুল ইসলাম, আলামিন সরকার, জাসাস ঢাকা মহানগর দক্ষিণের সিনিয়র সহ-সভাপতি কে এস টমাস, চিত্র নায়িকা শায়লা, সাবেক সংসদ সদস্য রাশেদা বেগম হীরা ও ডা. এ জেড এম জাহিদ হোসেন।

বাংলাদেশ সময়: ১৩৫৫ ঘণ্টা, জুলাই ২৫, ২০১৬/ আপডেট: ১৫৩০ ঘণ্টা
এসজে/এএটি/টিআই

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।