ঢাকা, মঙ্গলবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিএনপি

জাতীয় ঐক্য গড়ুন, না হয় ক্ষমতা ছাড়ুন

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫১ ঘণ্টা, আগস্ট ২, ২০১৬
জাতীয় ঐক্য গড়ুন, না হয় ক্ষমতা ছাড়ুন ছবি: কাশেম হারুন- বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: জঙ্গিবাদ দমনে সব দলকে নিয়ে জাতীয় ঐক্য গড়তে সরকারের প্রতি ফের আহ্বান জানিয়েছেন বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান। না পারলে ক্ষমতা ছেড়ে দিতেও আহ্বান রাখেন তিনি।

মঙ্গলবার (০২ আগস্ট) জাতীয় প্রেসক্লাবে এক প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান। বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের রায়ের বিরুদ্ধে এই প্রতিবাদী কর্মসূচির আয়োজন করে জাতীয়তাবাদী শ্রমিক দল।  

নোমান বলেন, জঙ্গিবাদ একটি রোগ, একে অপারেশনের মাধ্যমে দেশে শান্তি আনতে হবে। দেশের মানুষ এখন আতঙ্কিত। সরকার এমন পরিস্থিতি তৈরি করেছে, যেন এখনই জঙ্গিরা জনগণের ওপর ঝাঁপিয়ে পড়বে। এমন পরিস্তিতিতে সব দলকে নিয়ে জাতীয় ঐক্য গড়ে জনগণকে ঐক্যবদ্ধ করা উচিত। জাতীয় ঐক্য গড়তে হবে, নয়তো সরকারকে ক্ষমতা ছেড়ে দিতে হবে।

জঙ্গিবাদ দমনের নামে রাজনৈতিক কর্মীদের হয়রানি করা হচ্ছে বলেও অভিযোগ করেন নোমান।
 
এছাড়া দেশে বন্যাকবলিত মানুষকে ত্রাণ পাঠাতে সরকার ব্যর্থ হচ্ছে বলেও মন্তব্য করেন বিএনপির সিনিয়র এই নেতা।

বাংলাদেশ সময়: ১৯৩৬ ঘণ্টা, আগস্ট ০২, ২০১৬
জেপি/আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।