ঢাকা, রবিবার, ১৩ শ্রাবণ ১৪৩১, ২৮ জুলাই ২০২৪, ২১ মহররম ১৪৪৬

বিএনপি

আন্দোলনের মধ্যেই মানুষের ভোটের অধিকার আদায় করতে হবে

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩২৬ ঘণ্টা, জুন ৭, ২০১৮
আন্দোলনের মধ্যেই মানুষের ভোটের অধিকার আদায় করতে হবে গয়েশ্বর চন্দ্র রায়

সিরাজগঞ্জ: বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, বর্তমানে দেশে দুর্নীতিবাজদের দুর্নীতিবাজ বলা যায় না, চোরকে চোর বলা যাবে না। কারণ এখানে আইনের কোনো শাসন নেই। এখানে ভোটের অধিকার নেই। আন্দোলনের মাধ্যমেই দেশের মানুষের ভোটের অধিকার আদায় করতে হবে। 

বৃহস্পতিবার (৭ জুন) বিকেলে সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার তামাই উচ্চ বিদ্যালয় মাঠে বিএনপির দুঃস্থ ও নির্যাতিত নেতাকর্মীদের মধ্যে ঈদ সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।  

গয়েশ্বর চন্দ্র রায় বলেন, সংগ্রাম করে দেশনেত্রী খালেদা জিয়াকে কারামুক্ত করতে হবে।

এজন্য দলীয় নেতাকর্মীদের আন্দোলন-সংগ্রামের জন্য প্রস্তুতি নেয়ারও আহ্বান জানান তিনি।  

উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক গোলাম আযমের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন কেন্দ্রীয় বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ।  

এছাড়াও উপজেলা বিএনপির সাবেক সভাপতি আজিজল হক সরকার, সাবেক সহ-সভাপতি আব্দুস সামাদ সরকার, পৌর বিএনপির সভাপতি এন্তাজ প্রামানিক, সাধারণ সম্পাদক মজনু খান, যুগ্ম সাধারণ সম্পাদক শামীম খান, থানা যুবদলের সাবেক সভাপতি বনী আমিনসহ উপজেলা বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৯২০ ঘণ্টা, জুন ৭, ২০১৮
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।