তবে খালেদা জিয়া ও তারেক রহমানের অনুপস্থিতিতে এ বৈঠককে স্থায়ী কমিটির বৈঠক বলতে চাইছে না দলীয় সূত্র।
দলের স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বাংলানিউজকে বলেন, আমি অসুস্থ, বৈঠকের বিষয়ে কিছু জানি না।
চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শায়রুল কবির খান বাংলানিউজকে বলেন, অনানুষ্ঠানিক বৈঠক কি-না জানি না। তবে শুনেছি সন্ধ্যায় স্থায়ী কমিটির সিনিয়র সদস্যরা পল্টন অফিসে বসবেন।
সহ-দফতর সম্পাদক তাইফুল ইসলাম টিপু বাংলানিউজকে বলেন, সিনিয়র নেতারা বসবেন। তবে বৈঠকের পর কোনো ব্রিফিং হবে না।
জানা গেছে, জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলায় খালেদা জিয়ার বিরুদ্ধে রায় পরবর্তী করণীয় নিয়েই তারা বৈঠক করবেন।
বাংলাদেশ সময়: ১৬৩৬ ঘণ্টা, অক্টোবর ২৯, ২০১৮
এমএইচ/জেডএস