বৃহস্পতিবার (১৩ ডিসেম্বর) দুপুরে তার নিজ এলাকা কালীগঞ্জের বর্তুল থেকে মিলনকে গ্রেফতার করা হয়।
গাজীপুর জেলা পুলিশ সুপার (এসপি) শামসুন্নাহার বাংলানিউজকে জানান, ফজলুল হক মিলনের বিরুদ্ধে ঢাকার বিভিন্ন থানায় সাতটি মামলায় গ্রেফতারি পরোয়ানা রয়েছে।
তবে জেলা বিএনপির যুগ্ম-সম্পাদক সাখাওয়াৎ হোসেন সবুজ দাবি করছেন, গাজীপুর-৫ আসনে বিএনপির মনোনীত প্রার্থী ফজলুল হক মিলন সব মামলায়ই জামিনে ছিলেন।
সবুজ বলেন, কয়েকদিন আগে মিলনের ঢাকার বাসায় অভিযান চালায় পুলিশ। তিনি বাসায় না থাকায় পুলিশ তখন গ্রেফতার করতে পারেনি। আতঙ্কে তিনি এতোদিন এলাকায় আসেননি। বৃহস্পতিবার সকালে বাড়িতে এলে দুপুরে তাকে ডিবি নিয়ে যায়
বাংলাদেশ সময়: ১৯২৪ ঘণ্টা, ডিসেম্বর ১৩, ২০১৮
আরএস/এইচএ/