ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিএনপি

ভোট ডাকাতি করতে পারে আ’লীগ, সংশয় মুক্তাদিরের

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২২১ ঘণ্টা, ডিসেম্বর ২১, ২০১৮
ভোট ডাকাতি করতে পারে আ’লীগ, সংশয় মুক্তাদিরের পথসভায় শীষে প্রতীকের প্রার্থী খন্দকার আব্দুল মুক্তাদির, ছবি: বাংলানিউজ

সিলেট: আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনেও আওয়ামী লীগ ভোট ডাকাতি করতে পারে বলে সংশয় প্রকাশ করেছেন সিলেট-১ আসনে ধানের শীষে প্রতীকের প্রার্থী খন্দকার আব্দুল মুক্তাদির।

তাই, ভোটের দিন ৩০ ডিসেম্বর (রোববার) ফজরের নামাজ পড়ে পবিত্র ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে জালিম স্বৈরশাসক আওয়ামী লীগের কবল থেকে দেশকে মুক্ত করতে মা-বোনদের আহ্বান জানিয়েছেন তিনি।

বৃহস্পতিবার (২০ ডিসেম্বর) সিলেট সদর উপজেলার টুকেরবাজারে নির্বাচনী গণসংযোগ ও পথসভায় প্রধান অতিথির বক্তব্যে সংশয় প্রকাশ করে এসব কথা বলেন তিনি।

মুক্তাদির বলেন, ২০১৪ সালের নির্বাচনে আওয়ামী লীগ বিনা ভোটে নিজেদের জয়ী ঘোষণা করে। সর্বশেষ সিলেট সিটি করপোরেশন নির্বাচনেও আওয়ামী লীগ ভোট ডাকাতি চেষ্টা করেছে। ‍কিন্তু সিলেটবাসীর ভালোবাসার কারণে তা পারেনি।

এ দিন টুকেরবাজার এলাকায় গণসংযোগ ও পথসভা করেন মুক্তাদির। বিএনপি নেতা ওয়ারিছ মিয়ার সভাপতিত্বে হেলাল আহমদ মাসুম পরিচালনায় টুকেরবাজারে অনুষ্ঠিত পথসভায় আরও বক্তব্য রাখেন জেলা বিএনপির সভাপতি আবুল কাহের শামীম, জেলা বিএনপির সহ-সভাপতি এ কে এম তারেক কালাম, পেশাজীবী সমন্বয় পরিষদ নেতা বদরুদ্দোজা বদর, শহীদ আহমদ চেয়ারম্যান, মহানগর বিএনপির উপদেষ্টা আব্দুস সালাম বাচ্চু, জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সম্পাদক আফছর খান, জেলা ছাত্রদলের সভাপতি আলতাফ হোসেন সুমন, মহানগর ছাত্রদলের সাবেক যুগ্ম সম্পাদক জামিল আহমদ, যুবদল নেতা আব্দুল আজিজ প্রমুখ।

বাংলাদেশ সময়: ২১১০ ঘণ্টা, ডিসেম্বর ২০, ২০১৮
এনইউ/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।