ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিএনপি

খালেদা জিয়াকে নিয়ে লেখা বইয়ের প্রকাশনা শুক্রবার

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬৫১ ঘণ্টা, এপ্রিল ১৮, ২০১৯
খালেদা জিয়াকে নিয়ে লেখা বইয়ের প্রকাশনা শুক্রবার বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া

ঢাকা: কারাবন্দি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার রাজনৈতিক জীবন ও বিভিন্ন ঘটনাপ্রবাহ নিয়ে বই লিখেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সাবেক উপাচার্য অধ্যাপক ড. এমাজউদ্দীন আহমদ ও কবি আবদুল হাই শিকদার।

‘খালেদা জিয়া-তৃতীয় বিশ্বের কণ্ঠস্বর’ শীর্ষক বইটির প্রকাশনা অনুষ্ঠান হবে আগামী শুক্রবার (১৯ এপ্রিল)। ওইদিন সকাল ১০টায় বাংলাদেশ সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি মিলনায়তনে এই অনুষ্ঠান হবে।

অনুষ্ঠানে বিএপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার মওদুদ আহমদ, ড. আবদুল মঈন খান, সুপ্রিম কোর্ট বারের সাবেক সভাপতি খন্দকার মাহবুব হোসেন, ঢাবির সাবেক ভিসি আনোয়ারউল্লাহ চৌধুরীসহ দেশের খ্যাতনামা বুদ্ধিজীবীরা আলোচনায় অংশ নেবেন। সভাপতিত্ব করবেন শত নাগরিক কমিটির আহ্বায়ক ও বইয়ের লেখক অধ্যাপক এমাজউদ্দীন আহমদ।

জাতীয় ঐক্যফ্রন্ট নেতা জাহাঙ্গীর আলম মিন্টু বাংলানিউজকে বলেন, খালেদা জিয়াকে নিয়ে লেখা ৮৬০ পৃষ্ঠার বইটির মূল্য দুই হাজার টাকা। তবে অনুষ্ঠানস্থলে এক হাজার টাকায় বইটি পাওয়া যাবে বলে জানানো হয়েছে।

এর আগে খালেদা জিয়ার রাজনৈতিক জীবন ও নানা ঘটনাপ্রবাহ নিয়ে ‘বেগম খালেদা জিয়া: হার লাইফ, হার স্টোরি’ শীর্ষক বই লেখেন বিশিষ্ট সাংবাদিক মাহফুজ উল্লাহ।

গত ১৪ মাস ধরে কারাবন্দি রয়েছেন খালেদা জিয়া। বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে বর্তমানে তিনি রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালে চিকিৎসাধীন।

বাংলাদেশ সময়: ০২৫০ ঘণ্টা, এপ্রিল ১৭, ২০১৯
এমএইচ/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।