রোববার (১৩ অক্টোবর) দুপুরে নয়াপল্টনের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ দাবির কথা বলেন।
রিজভী বলেন, কুষ্টিয়ার এসপির কর্মকাণ্ডে মনে হয় যেন তিনি মাহবুব উল আলম হানিফ (আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক) সাহেবের নিজস্ব কর্মচারী, আইনের লোক নয়।
‘বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ছাত্র শহীদ আবরার ফাহাদের পরিবারকেও এই এসপি নানাভাবে হুমকি-ধামকি দিয়েছেন। তার নেতৃত্বেই ফাহাদের পরিবারের সদস্যদের ওপর আক্রমণ করা হয়েছে। বর্তমানে ফাহাদের পরিবার চরম নিরাপত্তাহীনতার মধ্যে দিনযাপন করছে। তিনি মাহবুব উল আলম হানিফ সাহেবের কথায় বিএনপির কেন্দ্রীয় নেতাকে ফাহাদের পরিবারের সঙ্গে দেখা করতে দিচ্ছেন না। এমনকি ফাহাদের পরিবারকে নানা কায়দায় জিম্মি করে রেখেছেন, নানা ভয়ভীতি প্রদর্শন করছেন এই এসপি। ’
বিএনপির এই নেতা বলেন, আবরার ফাহাদের হত্যাকাণ্ড নিয়ে কেউ যাতে টু শব্দ না করতে পারে, সেজন্য হানিফ সাহেবের লাঠিয়াল বাহিনীতে পরিণত হয়েছেন কুষ্টিয়ার এসপি। ফাহাদের নির্মম হত্যাকাণ্ড ভুলিয়ে দেওয়ার জন্য যথাযথ ভূমিকা পালন করছেন তিনি। তার কারণে কুষ্টিয়া জেলায় এক ত্রাসের রাজত্ব কায়েম হয়েছে। এ দলদাস এসপিদের আস্কারাতে ক্ষমতাসীন দলের ক্যাডাররা সারাদেশজুড়ে নির্দয় খুন, জখম, দখল, ক্যাসিনো-জুয়াতে জড়িয়ে পড়েছে।
‘বিএনপি এ মুহূর্তেই কুষ্টিয়ার এসপির ন্যক্কারজনক কর্মকাণ্ডের তীব্র নিন্দা জানায় এবং কুষ্টিয়া থেকে তার অপসারণের জোর দাবি জানাচ্ছি,’ যোগ করেন রিজভী।
বাংলাদেশ সময়: ১৪৩২ ঘণ্টা, অক্টোবর ১৩, ২০১৯
এমএইচ/এসএ