সোমবার (২৫ নভেম্বর) দুপুরে জাতীয় প্রেসক্লাবের মওলানা আকরাম খাঁ হলে জিয়া পরিষদ আয়োজিত আলোচনা সভায় তিনি এ কথা বলেন।
সেলিমা রহমান বলেন, বাংলাদেশের স্বাধীনতা আজ বিপন্ন।
তিনি বলেন, সরকার জানে এদেশের জনগণ তাদের পছন্দ করে না। করবেও না। কারণ, তারা যতবারই ক্ষমতায় আসে, ততবারই দেখা যায় ধর্ষণ, শিশু হত্যা, যুবক হত্যা, খুন-গুম, ব্যাংক লুট থেকে শুরু করে এমন কোনো অপকর্ম নেই যা তারা করে না। তারা ব্যাংক লুট করে, দুর্নীতি করে বাংলাদেশের অর্থনীতিকে একদম শেষ করে দিয়েছি। আজকে জনগণের পেটে লাথি মারছে। পেঁয়াজের দাম রকেটের গতিতে বাড়ছে। কিন্তু প্লেনে করে নিয়ে আসার চেষ্টা করছে। এতেও তারা সফল হয়নি। পেঁয়াজের দাম আবারও বেড়েছে।
জিয়া পরিষদের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান কবির মুরাদের সভাপতিত্বে আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান ও কৃষক দলের আহ্বায়ক শামসুজ্জামান দুদু, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মুক্তিযোদ্ধা অধ্যাপক ডা. আব্দুল কুদ্দুস প্রমুখ।
বাংলাদেশ সময়: ১৫২৮ ঘণ্টা, নভেম্বর ২৫, ২০১৯
এমএইচ/টিএ