সোমবার (২৫ নভেম্বর) দুপুরে জাতীয় প্রেসক্লাবে বাংলাদেশ জাতীয়তাবাদী প্রচার দল আয়োজিত ‘জিয়া পরিবারের বিরুদ্ধে ষড়যন্ত্র এবং বাংলাদেশের গণতন্ত্র’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
গয়েশ্বর বলেন, আদালতের রায়ে দেশের স্বাধীনতা আসেনি।
তিনি বলেন, মুক্তিযুদ্ধ চলাকালে একমাত্র রাজাকাররা ছাড়া সবাই এর সপক্ষে কাজ করেছে। রাজাকারদের তালিকা করতে পারলে প্রকৃত মুক্তিযোদ্ধার সংখ্যা পাওয়া যেতো।
সরকার সব কিছুকে গুজব বলে চালিয়ে দিচ্ছে মন্তব্য করে বিএনপি নেতা বলেন, পেঁয়াজের দাম বৃদ্ধি, চালের দাম বৃদ্ধি, শিশুধর্ষণ, নারী নির্যাতন, দুর্নীতি, শেয়ারবাজারের টাকা লুট, ব্যাংকের টাকা লুট, ক্যাসিনোকাণ্ড, এসবই কি গুজব? এই বুঝ দিয়ে আর কতদিন চলবে? সব কিছুর ওপর সরকারের হাত রয়েছে। তাদের নেতৃত্বেই এসব ঘটছে।
তিনি বলেন, বর্তমানে দেশে সংবাদপত্রের স্বাধীনতা নেই। সাংবাদিকরা স্বাধীনভাবে লিখতে পারেন না। সরকার সন্ত্রাস-দুর্নীতির মধ্যমে দেশ চলাচ্ছে। এভাবে বেশি দিন টিকে থাকা যাবে না।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন মাহফুজ কবির। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন বিএনপির যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল। এসময় দলের বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।
বাংলাদেশ সময়: ১৬১৪ ঘণ্টা, নভেম্বর ২৫, ২০১৯
পিএস/একে