বৃহস্পতিবার (২৮ নভেম্বর) দুপুর পৌনে ২টায় রাজধানীর হাইকোর্ট এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
বিষয়টি বাংলানিউজকে জানিয়েছেন ডিএমপির রমনা জোনের সহকারী কমিশনার শেখ মো. শামীম।
তিনি জানান, কারান্তরীণ দলীয় চেয়ারপারসন খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবিতে মঙ্গলবার (২৬ নভেম্বর) দুপুরে রাজধানীর হাইকোর্ট এলাকায় গাড়ি ভাঙচুর ও পুলিশের ওপর হামলার ঘটনার মামলায় দলটির ভাইস চেয়ারম্যান অবসরপ্রাপ্ত মেজর হাফিজ উদ্দিন আহমেদকে গ্রেফতার করা হয়েছে।
আরও পড়ুন>>খায়রুল কবির খোকন আটক
মঙ্গলবার দুপুরে বিএনপির নেতাকর্মীরা খালেদা জিয়ার মুক্তির দাবিতে হাইকোর্ট এলাকায় অবস্থান নেন। এরপর পুলিশ তাদের সরিয়ে দিতে লাঠিচার্জ ও টিয়ারশেল নিক্ষেপ করে। পুলিশের ধাওয়ায় নেতাকর্মীরা পালিয়ে যাওয়ার সময় রাস্তায় বেশ কয়েকটি গাড়ি ভাঙচুর করেন। মঙ্গলবার রাতে এ ঘটনায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ ৫শ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।
বাংলাদেশ সময়: ১৩৫৯ ঘণ্টা, নভেম্বর ২৮, ২০১৯
পিএম/এএটি