ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

বইমেলা

স্বপ্ন পূরণের ‘মাস্টার পাসওয়ার্ড’

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩২২ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৬, ২০১৭
স্বপ্ন পূরণের ‘মাস্টার পাসওয়ার্ড’

ক্যারিয়ার বিশ্লেষণ, যোগাযোগ তৈরি এবং সাফল্য অর্জনের কৌশল রপ্ত করতে একুশের বই মেলায় এসেছে ‘মাস্টার পাসওয়ার্ড’। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ চাকরির বাজার বা জীবনযাত্রার সঙ্গে খাপ খাইয়ে নিতে নতুন কৌশলগুলো সহায়তা করবে এ বই।

দক্ষতা বৃদ্ধি, আত্মবিশ্বাসী হওয়া এবং বাধাবিপত্তি মোকাবেলাসহ এতে রয়েছে স্বপ্নপূরণের সব হাতিয়ার। বর্তমান যুগের চাহিদা পূরণের ক্ষেত্রে সক্রিয় ভূমিকা রাখবে ‘মাস্টার পাসওয়ার্ড’।

বইটির মূল লক্ষ্য ব্যক্তি জীবনে সাফল্য ও সুখ-শান্তিকে বাস্তব রূপ দেওয়া এবং আত্মবিশ্বাসকে জাগিয়ে তোলা। সঠিক প্রস্তুতি, প্রয়োজনীয় দক্ষতা ও উপযুক্ত মনোভাবই সুন্দর জীবন ও সাফল্যমণ্ডিত ক্যারিয়ার উপহার দেবে।
 
গাজী ইয়ার মোহাম্মদ এবং এম মোর্শেদ হায়দার রচিত বইটি পাওয়া যাবে আদর্শ প্রকাশনীতে। ৬৬০ টাকা মূল্যের বইটি মেলা উপলক্ষে ২৫ শতাংশ ছাড়ে পাওয়া যাচ্ছে।
 
বাংলাদেশ সময়: ১৯২০ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৬, ২০১৭
এমআইএইচ/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।