খুলনা: খুলনায় আগামী শুক্রবার (২৫ ফেব্রুয়ারি) থেকে শুরু হবে একুশে বইমেলা। চলবে ১৭ মার্চ পর্যন্ত।
খুলনার অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) ও একুশে বইমেলা প্রচার উপ-কমিটির আহ্বায়ক শাহানাজ পারভীন জানান, বইমেলা ছুটির দিন ব্যতীত প্রতিদিন বিকেল ৩টা থেকে রাত সাড়ে ৯টা পর্যন্ত এবং সরকারি ছুটির দিন সকাল ১০টা থেকে রাত সাড়ে ৯টা পর্যন্ত সবার জন্য উম্মুক্ত থাকবে। মেলা প্রাঙ্গণে প্রতিদিন সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হবে।
এছাড়া আলোচনা সভা, শিশুদের জন্য উপস্থিত বক্তৃতা, বিতর্ক, আবৃত্তি, চিত্রাংকন, সংগীত ও বইপাঠ প্রতিযোগিতার আয়োজন থাকবে। মেলা প্রাঙ্গণে সবাইকে মাস্ক পরতে হবে এবং স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে।
বাংলাদেশ সময়: ১৭৫৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ২২, ২০২২
এমআরএম/আরবি