কর কমিশনারের কার্যালয়, ই-ট্যাক্স ম্যানেজমেন্ট ইউনিট, ঢাকায় ০৬টি পদে ৪৩ জনকে নিয়োগ দেওয়া হবে। আগ্রহীরা আগামী ১৮ মে পর্যন্ত আবেদন করতে পারবেন।
প্রতিষ্ঠানের নাম: কর কমিশনারের কার্যালয়, ই-ট্যাক্স ম্যানেজমেন্ট ইউনিট, ঢাকা
![](http://bnpub.banglanews24.com/public/userfiles/images/15-08/23-08/31-08/03-09/14-09/21-09/30-sep/08-10-/12-10/22-10/06-11/19-11/07-12/22-12/13-01/17-01/28-01/13-02/21-02/02-03/05-03/31-03/11-04/13-04/21-04/27-04/000-20240501204103.jpg)
চাকরির ধরন: অস্থায়ী
প্রার্থীর ধরন: নারী-পুরুষ
কর্মস্থল: ঢাকা
বয়স: ০৬ এপ্রিল ২০২৪ তারিখে ১৮-৩০ বছর। বিশেষ ক্ষেত্রে ৩২ বছর। ৪ ও ৫ নং পদের জন্য বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে ৪০ বছর পর্যন্ত শিথিলযোগ্য
আবেদনের নিয়ম: আগ্রহীরা ই-ট্যাক্স ম্যানেজমেন্ট ইউনিট, ঢাকা এর মাধ্যমে আবেদন করতে পারবেন। আবেদনের সঙ্গে ৩০০-৩০০ সাইজের ছবি ও ৩০০-৮০ সাইজের স্বাক্ষর স্ক্যান করে যুক্ত করতে হবে।
আবেদন ফি: টেলিটক প্রি-পেইড সিমের মাধ্যমে ১-৫ নং পদের জন্য ২২৩ টাকা, ৬ নং পদের জন্য ১১২ টাকা অফেরতযোগ্য হিসেবে ৭২ ঘণ্টার মধ্যে পাঠাতে হবে।
আবেদন শুরু: ০৬ মে ২০২৪ তারিখ সকাল ০৯টা থেকে আবেদন করতে পারবেন।
আবেদনের শেষ সময়: ১৮ মে ২০২৪ তারিখ বিকেল ০৫টা পর্যন্ত আবেদন করতে পারবেন।
বাংলাদেশ সময়: ০৮১৩ ঘণ্টা, মে ০২, ২০২৪
আরএ