ঢাকা, শুক্রবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্যারিয়ার

জর্ডান ১১৫০ মহিলা গার্মেন্টসকর্মী নেবে

ক্যারিয়ার ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১১৬ ঘণ্টা, অক্টোবর ১১, ২০১৭
জর্ডান ১১৫০ মহিলা গার্মেন্টসকর্মী নেবে

বিদেশে জনশক্তি প্রেরণকারী একমাত্র সরকারি প্রতিষ্ঠান বাংলাদেশ ওভারসীজ এমপ্লয়মেন্ট এন্ড সার্ভিসেস লিমিটেডের (বোয়েসেল) মাধ্যমে ১১৫০ জন নারী গার্মেন্টসকর্মী জর্ডানে যাওয়ার সুযোগ পাবেন। জর্ডানের ক্লাসিক ফ্যাশন অ্যাপারেল ইন্ডাস্ট্রিতে 'মহিলা মেশিন অপারেটর' পদে তাদের নিয়োগ দেওয়া হবে।

যোগ্যতা:
শুধুমাত্র নারীরা পদগুলোতে আবেদন করতে পারবেন। বয়স হতে হবে ১৮ থেকে ৩০ বছরের মধ্যে।

প্রার্থীর সংশ্লিষ্ট কাজের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। যাদের বিরুদ্ধে দেশে বা জর্ডানে কোনো মামলা আছে তাদের আবেদনের প্রয়োজন নেই।

সরাসরি সাক্ষাতকার:
আগামী অক্টোবর এবং নভেম্বর মাসের প্রতি শুক্রবার সকাল ৭টা থেকে বাংলাদেশ-জার্মান টেকনিক্যাল ট্রেনিং সেন্টার, মিরপুর-২ কেন্দ্রে সাক্ষাতকার বা স্কিল টেস্ট নেওয়া হবে। আগ্রহী প্রার্থীদের নির্ধারিত তারিখে উপস্থিত হয়ে সাক্ষাতকার ও স্কিল টেস্টে অংশ নিতে হবে। সাক্ষাৎকারের সময়-
ক) ৪ কপি সাদা ব্যাকগ্রাউন্ডের পাসপোর্ট সাইজ রঙিন ছবি
খ) মূল পাসপোর্ট ও মূল পাসপোর্টের ছবিযুক্ত অংশের ১ সেট রঙিন ও ৪ সেট সাদাকালো ফটোকপি
গ) বর্তমান চাকরির পরিচয়পত্র/ হাজিরা কার্ড এবং
ঘ) শিক্ষাগত যোগ্যতা/ অভিজ্ঞতার সনদপত্র সাথে আনতে হবে।

বিজ্ঞপ্তি-

বিস্তারিত তথ্যের জন্য ০২-৯৩৬১১২৫, ০২-৯৩৩৬৫০৮, ০২-৯৩৬১৫১৫ নম্বরে ফোন করে যোগাযোগ করা যাবে।

প্রিয় পাঠক, আপনার প্রতিষ্ঠানের নিয়োগ বিজ্ঞপ্তি, ক্যারিয়ার বিষয়ক যেকোন প্রশ্নের উত্তর জানতে, আপনার মতামত জানাতে বা লেখা পাঠাতে চাইলে আমাদের ইমেইল করুন [email protected] ঠিকানায়। বাংলানিউজের সাথেই থাকুন...

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।