ঢাকা, শুক্রবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্যারিয়ার

৪৬২ শিক্ষক নেবে রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ

ক্যারিয়ার ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮২২ ঘণ্টা, মে ৩১, ২০২২
৪৬২ শিক্ষক নেবে রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ

সহকারী শিক্ষক পদে ৪৬২ জন নিয়োগ দেবে রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ। ৩১ মে দৈনিক কালের কণ্ঠের ১২ নম্বর পৃষ্ঠায় এই বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে।

 
 
প্রার্থীদের দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএসহ স্নাতক/স্নাতক (সম্মান) বা সমমানের ডিগ্রি থাকলেই আবেদন করতে পারবেন। আবেদন করতে হবে ৩০ জুন ২০২২ তারিখের মধ্যে।
 
বেতন : জাতীয় বেতন স্কেল-২০১৫ অনুসারে মাসিক বেতন স্কেল ১১,০০০-২৬,৫৯০ টাকা (গ্রেড-১৩)।
বয়স : ৩০ জুন ২০২২ তারিখের হিসাবে প্রার্থীর বয়স হতে হবে সর্বনিম্ন ২১ বছর থেকে সর্বোচ্চ ৪০ বছরের মধ্যে। তবে মুক্তিযোদ্ধার সন্তান ও শারীরিক প্রতিবন্ধী আবেদনকারীদের ক্ষেত্রে সর্বোচ্চ বয়সসীমা ৪২ বছর।
আবেদন প্রক্রিয়া : আবেদনকারীকে নির্ধারিত আবেদন ফরম ও প্রবেশপত্রের নমুনা ফরম পূরণ করে বিজ্ঞপ্তির ৪ নম্বর ক্রমিকে উল্লিখিত কাগজপত্রসহ আগামী ৩০ জুন ২০২২ তারিখ পর্যন্ত অফিস চলাকালীন সময়ের মধ্যে রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের রক্ষিত বাক্সে আবেদন জমা দিতে হবে।
এছাড়া নির্ধারিত সময়ের মধ্যে 'চেয়ারম্যান, রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ' ঠিকানা বরাবর ডাকযোগেও আবেদনপত্র পাঠানো যাবে।   
চাকরির আবেদন ফরম,  প্রবেশপত্রের নমুনা ও নিয়োগ বিজ্ঞপ্তি পাওয়া যাবে রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের অফিসিয়াল ওয়েবসাইটে (http://www.rhdc.gov.bd)। বিস্তারিত জানতে নিয়োগ বিজ্ঞপ্তি দেখুন।  
আবেদন ফি : ৪০০ টাকা 
আবেদনের শেষ তারিখ : ৩০ জুন ২০২২

বাংলাদেশ সময়: ১৮১৯ ঘণ্টা, মে ৩১, ২০২২
এসআই


 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।