মৌলভীবাজার: মৌলভীবাজারের কমলগঞ্জে সাত ফুট দীর্ঘ একটি অজগর সাপ উদ্ধার করেছে স্থানীয়রা।
বৃহস্পতিবার (০৫ ফেব্রুয়ারি) সকালে মাধবপুর ইউনিয়নের ঝাপের গাঁও এলাকা থেকে অজগরটি উদ্ধার করা হয়।
স্থানীয়রা জানায়, সকালে মাধবপুর ইউনিয়নের ঝাপের গাঁও গ্রামের বাসিন্দা লক্ষণ সিংহ প্রতিদিনের মতো নিজ জমিতে কাটা ছন দেখতে যান।
একপর্যায়ে হাত দিয়ে কাটা ছন উলটাতে গিয়ে ছনের নিচে নরম কিছু অনুভব হলে ছন সরিয়ে অজগর সাপটি দেখতে পান। এ সময় তার চিৎকারে এলাকাবাসী ঘটনাস্থলে এসে সাপটি আটক করে।
পরে, লাউয়াছড়া বন্যপ্রাণি বিভাগকে খবর দিলে অজগরটি উদ্ধার করে নিজেদের হেফাজতে নেয় তারা।
লাউয়াছড়া বনবিট কর্মকর্তা মনিরুল ইসলাম বাংলানিউজকে জানান, অজগর সাপটি প্রায় সাত ফুট লম্বা। খাদ্যের সন্ধানে লোকালয়ে চলে এসেছে। অজগরটি ২/১ দিন পর্যবেক্ষণ করে লাউয়াছড়া জাতীয় উদ্যানে অবমুক্ত করা হবে।
বাংলাদেশ সময়: ১৭৪৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৫, ২০১৫