ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

জলবায়ু ও পরিবেশ

মিরসরাইয়ে ৬ ফুট লম্বা অজগর সাপ উদ্ধার

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২১৯ ঘণ্টা, জুন ৫, ২০২১
মিরসরাইয়ে ৬ ফুট লম্বা অজগর সাপ উদ্ধার

ফেনী: চট্টগ্রামের মিরসরাইয়ের করের হাটের দক্ষিণ অলিনগর আবাসন এলাকা থেকে একটি অজগর সাপ উদ্ধার করা হয়েছে।
 
শনিবার (০৫জুন) সকাল দশটার দিকে উপজেলার করেরহাট ইউনিয়নের ৫ নং ওয়ার্ড দক্ষিণ অলিনগর শাহাপুর (লাদেন টিলা) বায়তুল আশরাফ জামে মসজিদের দক্ষিণ পার্শ্বে মিলনের বসতঘর থেকে ৬ ফুট লম্বা এবং আনুমানিক ১০ কেজি ওজনের অজগর সাপ উদ্ধার করা হয়েছে।


 
স্থানীয় বাসিন্দা ফারুক জানান, সকাল দশটার দিকে তার স্ত্রী ঘর পরিষ্কার করতে গিয়ে খাটের নিচে প্যাচানো অবস্থায় অজগর সাপ দেখে আঁতকে ওঠেন। এসময় তার চিৎকারে বাড়ির লোকজন এসে অজগর সাপ দেখে সবাই ঘর থেকে বের হয়ে সাপটিকে ঘর থেকে বের করার চেষ্টা করে টিনের বেড়ায় আঘাত করলে সাপটি ঘর থেকে বের হয়ে এলে ইসমাইল, সোহেল, রাকিব, রাসেলের সহযোগিতায় মাছ ধরার জাঁকি জাল দিয়ে সাপটি আটক করা হয়।

এ বিষয়ে জানতে চাইলে করেরহাট বিট-কাম চেক স্টেশন কর্মকর্তা ময়েন উদ্দিন বলেন, সাপটি উদ্ধার করা হয়েছে।  

বাংলাদেশ সময়: ২২১৯ঘণ্টা, জুন ০৫, ২০২১
এসএইচডি/এসআইএস
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।