ঢাকা, শুক্রবার, ১৭ কার্তিক ১৪৩১, ০১ নভেম্বর ২০২৪, ২৮ রবিউস সানি ১৪৪৬

জলবায়ু ও পরিবেশ

রাঙামাটি শহরে প্রস্তুত ২৯ আশ্রয়কেন্দ্র

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২৪ ঘণ্টা, জুন ৬, ২০২১
রাঙামাটি শহরে প্রস্তুত ২৯ আশ্রয়কেন্দ্র প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় রাঙামাটি জেলা প্রশাসনের জরুরি সভা

রাঙামাটি: প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় জরুরি সভা করেছে রাঙামাটি জেলা প্রশাসন।  

রোববার (৬ জুন) সকালে জেলা দুযোর্গ ব্যবস্থাপনা কমিটির আয়োজনে জেলা প্রশাসন কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।

সভাপতিত্ব করেন রাঙামাটি জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ মিজানুর রহমান।

সভায় ডিসি তার বক্তব্যে বলেন, রাঙামাটিতে প্রবল বৃষ্টি শুরু হয়েছে। পাহাড় ধসে হতাহতের ঘটনা এড়াতে রাঙামাটি শহরে ৩৩টি ঝুঁকিপূর্ণ স্থান চিহ্নিত করা হয়েছে। ঝুঁকিপূর্ণ স্থানে বসবাসকারী এসব মানুষকে সরিয়ে আনতে ২৯টি আশ্রয়কেন্দ্র পুরোপুরি প্রস্তুত রাখা হয়েছে।

ঝুঁকিপূর্ণ এলাকায় বসবাসকারীদের দ্রুত সময়ে আশ্রয়কেন্দ্রে এসে আশ্রয় নেওয়ার জন্য আহ্বান জানিয়ে ডিসি মোহাম্মদ মিজানুর রহমান বলেন, আমাদের সজাগ থাকত হবে। হতে হবে সচেতন। তাহলে ক্ষয়-ক্ষতি অনেকাংশে এড়ানো সম্ভব।  

এ সময় তিনি সভায় রাঙামাটির সিভিল সার্জন ডা. বিপাশ খীসা, অতিরিক্ত জেলা প্রশাসক মো. মামুন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) তাপস রঞ্জন ঘোষ, রাঙামাটি পৌরসভার মেয়র আকবর হোসেন চৌধুরীসহ সরকারি-বেসরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা এবং সংবাদকর্মীরা অংশ নেন।

বাংলাদেশ সময়: ১৬২৫ ঘণ্টা, জুন ০৬, ২০২১
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Veet