ঢাকা, বৃহস্পতিবার, ৫ বৈশাখ ১৪৩১, ১৮ এপ্রিল ২০২৪, ০৮ শাওয়াল ১৪৪৫

কর্পোরেট কর্নার

আইসিএমএবি বেস্ট করপোরেট অ্যাওয়ার্ড পেল এক্সিম ব্যাংক

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫৮ ঘণ্টা, ডিসেম্বর ৪, ২০২২
আইসিএমএবি বেস্ট করপোরেট অ্যাওয়ার্ড পেল এক্সিম ব্যাংক

ঢাকা: মূলধনের পর্যাপ্ততা, সম্পদের উন্নতমান, সুষ্ঠু তহবিল ব্যবস্থাপনা, পর্যাপ্ত আয় ও লাভ, দক্ষ ঝুঁকি ব্যবস্থাপনা, জাতীয় অর্থনীতিতে অবদান, বিধিবদ্ধ নিয়মাবলীর সঠিক অনুসরণ, সব কার্যক্রমে স্বচ্ছতা, সর্বোপরি সুশাসন অনুসরণ ও করপোরেট সামাজিক দায়বদ্ধতামূলক কার্যক্রমে উল্লেখযোগ্য অবদানের জন্য এক্সিম ব্যাংককে প্রাইভেট কমার্শিয়াল ব্যাংক (ইসলামিক অপারেশন) বিভাগে আইসিএমএবি বেস্ট করপোরেট অ্যাওয়ার্ড-২০২১ দিয়েছে।

সম্প্রতি রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে অনুষ্ঠিত এক বর্ণাঢ্য অনুষ্ঠানে বাণিজ্যমন্ত্রী টিপু মুনশির হাত থেকে এক্সিম ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মো. ফিরোজ অ্যাওয়ার্ডটি গ্রহণ করেন।

 

এ সময় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন- সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলাম, এফবিসিসিআই’র সভাপতি মো. জসিম উদ্দিন, আইসিএমএবির সভাপতি মো. মামুনুর রশিদ এবং এক্সিম ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক শাহ মো. আব্দুল বারী ও উপ-ব্যবস্থাপনা পরিচালক মাকসুদা খানমসহ বিশিষ্টজনেরা।

বাংলাদেশ সময়: ১৫৫৭ ঘণ্টা, ডিসেম্বর ০৪, ২০২২
আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।