ঢাকা, বৃহস্পতিবার, ৯ মাঘ ১৪৩১, ২৩ জানুয়ারি ২০২৫, ২২ রজব ১৪৪৬

কর্পোরেট কর্নার

বিকাশের আয়োজনে চলছে ই-স্পোর্টস গেমিং শো ‘বিশ্বকাপ গেমারু’

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪২৫ ঘণ্টা, ডিসেম্বর ৫, ২০২২
বিকাশের আয়োজনে চলছে ই-স্পোর্টস গেমিং শো ‘বিশ্বকাপ গেমারু’

ঢাকা: বিশ্বকাপে সারা বিশ্বই ফুটবলময়। এ উম্মাদনা শুধু খেলার মাঠে না, চলছে বাংলাদেশের তারকা ও সেরা গেমারদের মধ্যেও।

বিশ্বকাপের আনন্দ আরও বাড়িয়ে তুলতে বিকাশ আয়োজন করেছে এক ভিন্নধর্মী শো ‘বিশ্বকাপ গেমারু’। দেশের সেরা তারকাদের সঙ্গে নিয়ে নির্বাচিত ই-স্পোর্টস গেমাররা অংশগ্রহণ করছেন প্রথমবারের মতো আয়োজিত বাংলাদেশের সর্ববৃহৎ এ ই-স্পোর্টস গেমিং শোতে। বিশ্বের জনপ্রিয় ই-স্পোর্টস গেম ‘ফিফা’র হাজার হাজার দেশীয় গেমারদের মধ্য থেকে বাছাইকৃত ‘টপ র‍্যাংকড’ গেমারদের সঙ্গে নিয়েই অনুষ্ঠিত হচ্ছে এ আয়োজন।

ইরেশ যাকের, মাহাদী, দিঘী, খাইরুল বাসার, সালহা খানম নাদিয়া, নাদিয়া মিম, চাষী আলম, কাজী সাবির, রিদি শেখ, মৌসুমী মৌ, সায়রা আখতার, একে রাহুল, সাজু খাদেম, আনিকা, আইরিন আফরোজ, তমা মির্জা, ফারিয়া শাহরিন, সাকিব, রায়হান রাফিসহ দেশ সেরা সব তারকারা হাজির হচ্ছেন এ গেমারদের উৎসাহ ও সমর্থন দিতে। খেলার মুহূর্তগুলোকে আরও উত্তেজনাময় করতে মঞ্চে থাকছেন দুজন করে ধারাভাষ্যকার। তারকারা চ্যালেঞ্জ করছেন পরস্পরকে, চলছে কথার যুদ্ধ, অ্যাটাক-কাউন্টার অ্যাটাক। সব মিলিয়ে জমজমাট এক আয়োজন দেখতে পাচ্ছেন দর্শকরা। অনুষ্ঠানটি পরিচালনা করছেন নন্দিত রিয়্যালিটি শো পরিচালক তানভীর খান। প্রতিটি ম্যাচ শেষে বিজয়ী ও বিজিত দলের গেমারুরা পুরস্কারের টাকা তাৎক্ষণিক পেয়ে যাচ্ছেন তাদের নিজ নিজ বিকাশ অ্যাকাউন্টে।

বিশ্বকাপের টানটান উত্তেজনাপূর্ণ ম্যাচগুলোকে কেন্দ্র করে চলছে এ আয়োজন। দর্শকদের সমর্থন করা দলগুলো কখনও জয়ের দেখা পাচ্ছে, কখনও বা ভাঙছে তাদের মন। দারুণ এ ম্যাচগুলো দর্শকরা যেকোনো সময় দেখে নিতে পারেন https://www.youtube.com/playlist?list=PLipzXrhhkPjm7dfngGH4xUgEWMUko0O04 এ লিংক থেকে।

বাংলাদেশ সময়: ১৪২৩ ঘণ্টা, ডিসেম্বর ০৫, ২০২২
আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।