ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

কর্পোরেট কর্নার

সোশ্যাল ইসলামী ব্যাংকের হজ বুথ উদ্বোধন

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৪৮ ঘণ্টা, মে ৯, ২০২৪
সোশ্যাল ইসলামী ব্যাংকের হজ বুথ উদ্বোধন

ঢাকা: সোশ্যাল ইসলামী ব্যাংক সম্মানিত হজ যাত্রীদের জন্য দ্রুত ও উত্তম সেবা দেওয়ার লক্ষ্যে রাজধানীর উত্তরার আশকোনায় হজ ক্যাম্পে একটি ‘হজ বুথ’ চালু করেছে।  

বুধবার (৮ মে) ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী জাফর আলম প্রধান অতিথি হিসেবে আনুষ্ঠানিকভাবে হজ বুথটি উদ্বোধন করেন।

 

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ হাবীবুর রহমান এবং ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের উপসচিব ও হজ অফিসের পরিচালক মুহম্মদ কামরুজ্জামান উপস্থিত ছিলেন।  

এতে ব্যাংকের উত্তরা শাখার ব্যবস্থাপক ওয়াহিদুল ইসলাম চৌধুরী, মার্কেটিং অ্যান্ড ব্র্যান্ড কমিউনিকেশন ডিভিশনের প্রধান মো. মনিরুজ্জামান, শরী’আহ সুপারভাইজরি কমিটি সেক্রেটারিয়েটের মুরাক্বিব সৈয়দ জয়নুল আবেদীনসহ ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তা, পার্শ্ববর্তী বিভিন্ন শাখার ব্যবস্থাপক ও হজ যাত্রীরা উপস্থিত ছিলেন।  

এ সময় সোশ্যাল ইসলামী ব্যাংকের হজ বুথ থেকে সম্মানিত হজ যাত্রীদের মধ্যে হজ গাইডবুকসহ নানা উপহার সামগ্রী দেওয়া হয়।

বাংলাদেশ সময়: ১৪৪৭ ঘণ্টা, মে ০৯, ২০২৪
আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।