ঢাকা, বৃহস্পতিবার, ৯ মাঘ ১৪৩১, ২৩ জানুয়ারি ২০২৫, ২২ রজব ১৪৪৬

কর্পোরেট কর্নার

বুড়িচংয়ে এনআরবিসি ব্যাংকের কার্যক্রম শুরু

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৫৭ ঘণ্টা, ডিসেম্বর ১৪, ২০২১
বুড়িচংয়ে এনআরবিসি ব্যাংকের কার্যক্রম শুরু

ঢাকা: কুমিল্লার বুড়িচংয়ে ব্যাংকিং কার্যক্রম শুরু করেছে এনআরবিসি ব্যাংক। সোমবার (১৩ ডিসেম্বর) প্রধান অতিথি হিসেবে উপ-শাখার উদ্বোধন করেন কুমিল্লা-৫ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট আবুল হাসেম খান।

 

উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ব্যাংকের পরিচালক এ কে এম মোস্তাফিজুর রহমান।  

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- বুড়িচং উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মো. আখলাক হায়দার, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাবিনা ইয়াসমিন, কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক ড. মো. সোলায়মান ও বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলমগীর হোসেন।

এছাড়া অনুষ্ঠানে বুড়িচং উপ-শাখার ইনচার্জ মো. হেলাল উদ্দিন, সম্মানিত গ্রাহক, ব্যবসায়ী ও গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। এতে ব্যাংকের সমৃদ্ধি কামনায় দোয়া অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ সময়: ১৮৫৬ ঘণ্টা, ডিসেম্বর ১৪, ২০২১
আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।