ঢাকা, শুক্রবার, ৬ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

কর্পোরেট কর্নার

রূপায়ণ হারমনি প্রকল্প গ্রাহকদের কাছে হস্তান্তর

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০২০ ঘণ্টা, ডিসেম্বর ১৮, ২০২১
রূপায়ণ হারমনি প্রকল্প গ্রাহকদের কাছে হস্তান্তর

ঢাকা: রাজধানীর প্রাণকেন্দ্র ধানমন্ডিতে অবস্থিত রূপায়ণ হারমনি প্রকল্প গ্রাহকদের কাছে হস্তান্তর করেছে দেশের অন্যতম আবাসন ব্যবসা প্রতিষ্ঠান রূপায়ণ হাউজিং এস্টেট লিমিটেড।

সম্প্রতি রাজধানীর ধানমন্ডির একটি কনভেনশন হলে রূপায়ণ হারমনি প্রকল্প ফ্ল্যাট ওনার্স অ্যাসোসিয়েশনের কাছে আনুষ্ঠানিকভাবে প্রকল্পটি হস্তান্তর করেন রূপায়ণ হাউজিং এস্টেট লিমিটেডের উপ-ব্যবস্থাপনা পরিচালক মিজানুর রহমান দেওয়ান।

এ সময় উপস্থিত ছিলেন- রূপায়ণ হাউজিং এস্টেট লিমিটেডের কন্সট্রাকশন বিভাগের প্রধান আনোয়ার হোসেন কাস্টমার রিলেশনশিপ ম্যানেজমেন্ট বিভাগের প্রধান প্রকৌশলী সাইফুল ইসলাম, রূপায়ণ গ্রুপের হেড অব মার্কেটিং তানভীর আহসান তন্ময়, রূপায়ণ হারমনি ফ্ল্যাট ওনার্স অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট মুস্তফা ফেরদৌস ওয়াহিদ, সেক্রেটারি আবুল কালাম আজাদ, ট্রেজারার মুখলেসুর রহমান খানসহ রূপায়ণ হারমনি প্রকল্পের সব গ্রাহক ও রূপায়ণ গ্রুপের ঊর্ধ্বতন কর্মকর্তারা। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মার্কেটিং অ্যান্ড মিডিয়া ডিপাটমেন্টের সিনিয়র ম্যানেজার শরিফুল ইসলাম তারেক।

রূপায়ণ হারমনি প্রকল্পটি রূপায়ণ হাউজিং এস্টেট লিমিটেডের ৭৯তম হস্তান্তরকৃত প্রকল্প। এ প্রকল্পটি ধানমন্ডি আবাসিক এলাকায় অবস্থিত ৩০ ফুট প্রশস্ত সড়ক সংলগ্ন মনোরম পরিবেশে ১৫ কাঠা জমির উপর নির্মিত ১৪ তলা বিশিষ্ট একটি আবাসিক ভবন।

বাংলাদেশ সময়: ১০১৯ ঘণ্টা, ডিসেম্বর ১৮, ২০২১
আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
welcome-ad