ঢাকা, বৃহস্পতিবার, ৯ মাঘ ১৪৩১, ২৩ জানুয়ারি ২০২৫, ২২ রজব ১৪৪৬

কর্পোরেট কর্নার

মৌলভীবাজারের জুড়ীতে এক্সিম ব্যাংকের ১৩৯তম শাখার উদ্বোধন

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫৯ ঘণ্টা, ডিসেম্বর ২০, ২০২১
মৌলভীবাজারের জুড়ীতে এক্সিম ব্যাংকের ১৩৯তম শাখার উদ্বোধন মৌলভীবাজারের জুড়ীতে এক্সিম ব্যাংকের ১৩৯তম শাখার উদ্বোধন

ঢাকা: অব্যাহত অগ্রগতির ধারাবাহিকতায় মৌলভীবাজারের জুড়ীতে এক্সিম ব্যাংকের ১৩৯তম শাখার উদ্বোধন করা হয়েছে।  

সোমবার (২০ ডিসেম্বর) এক্সিম ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী ড. মোহাম্মদ হায়দার আলী মিয়া জুড়ী শাখার উদ্বোধন করেন।

উদ্বোধনী অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক শাহ্ মো. আব্দুল বারী। এছাড়া অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জুড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা সোনিয়া সুলতানা, বীর মুক্তিযোদ্ধা কুলেশ চন্দ্র চন্দ, এক্সিম ব্যাংকের সিলেট অঞ্চলের আঞ্চলিক ব্যবস্থাপক মো. আবু আজাদ মহিবুল ফিরোজ ও ব্যাংকের কর্পোরেট অ্যাফেয়ার্স অ্যান্ড ব্র্যান্ডিং ডিভিশন এবং মার্কেটিং ডিভিশনের প্রধান সঞ্জীব চ্যাটার্জীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
 
প্রধান অতিথির বক্তব্যে ড. মোহাম্মদ হায়দার আলী মিয়া ব্যাংকের সামগ্রিক কার্যক্রম নিয়ে আলোচনা করেন। তিনি বলেন, এক্সিম ব্যাংক একাধারে আধুনিক ও ইসলামি ব্যাংকিংয়ের সমন্বয়ে দেশের অর্থনীতির উন্নয়নে কাজ করে যাচ্ছে। এছাড়াও তিনি ব্যাংকের সামাজিক দায়বদ্ধতামূলক কার্যক্রম নিয়ে বিস্তারিত আলোচনা করেন এবং স্থানীয় জনগণকে এক্সিম ব্যাংকের জুড়ী শাখার সঙ্গে ব্যাংকিং করার জন্য আহ্বান জানান।

উদ্বোধনী অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা। তারা এই এলাকায় এক্সিম ব্যাংকের শাখা উদ্বোধন করায় ব্যাংক কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান এবং এই শাখার মাধ্যমে এলাকার জনগণ এক্সিম ব্যাংকের আন্তরিক সেবা পাবে বলে আশা প্রকাশ করেন।

বাংলাদেশ সময়: ১৫৫৬ ঘণ্টা, ডিসেম্বর ২০, ২০২১
এমআরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।