ঢাকা, বৃহস্পতিবার, ২৬ বৈশাখ ১৪৩১, ০৯ মে ২০২৪, ০০ জিলকদ ১৪৪৫

কর্পোরেট কর্নার

শিশুর মধুর বোল নিয়ে স্যাভলনের ক্যাম্পেইন 

নিউজ ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৮, ২০২২
শিশুর মধুর বোল নিয়ে স্যাভলনের ক্যাম্পেইন 

ঢাকা: ‘দবণ’ (লবণ), ‘গোত্ত’ (গোশত), ‘গমর’ (গরম)! কথা শেখার শুরুতে শিশুরা এমনই সব অদ্ভুত শব্দ বা বোল আবিষ্কার করে থাকে। এসব শব্দ উচ্চারণে ভিন্ন হলেও ঠিকঠাক ভাষাগত যোগাযোগ তৈরি করে।

বয়স ভেদে প্রতিটি শিশুই আলাদা-আলাদা বোল তৈরি করে থাকে। বাবা-মার কানে শিশুর এ আধো উচ্চারিত বোলগুলো একটি বিশেষ স্থান দখল করে থাকে আজীবন। শিশুর মুখে শোনা সেই বোলগুলো প্রতিটি বাবা-মায়ের কাছেই যেন মধুর মতো লাগে। এবারের ভাষার মাসে প্রথমবারের মতো শিশুদের এ মজার বোলগুলো নিয়ে ‘মধুর আমার শিশুর বোল’ নামে সামাজিক যোগাযোগমাধ্যমে ক্যাম্পেইন শুরু করে স্যাভলন।

স্যাভলন বাংলাদেশ ফেসবুক পেজে শিশুর বলা এসব মজার মধুর বোলগুলো চাওয়া হয় অভিভাবকদের কাছ থেকে। গত ২০ ফেব্রুয়ারি, ২০২২ থেকে শুরু হওয়া এ ক্যাম্পেইনটিতে অসংখ্য অভিভাবকের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে শিশুদের হাজারো বোল লিপিবদ্ধ করা হয়।  

শিশুর সঙ্গে কাটানো প্রতিটি মুহূর্ত আরও প্রাণবন্ত, মধুর ও স্মৃতিময় করে তোলাই ছিল স্যাভলনের এ ক্যাম্পেইনের উদ্দেশ্য।

বাংলাদেশ সময়: ১৯৫০ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৮, ২০২২
আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।