ঢাকা, রবিবার, ১২ মাঘ ১৪৩১, ২৬ জানুয়ারি ২০২৫, ২৫ রজব ১৪৪৬

কর্পোরেট কর্নার

এসআইবিএল-ইনসাফ বারাকাহ হাসপাতালের মধ্যে চুক্তি

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৩৪ ঘণ্টা, মার্চ ১৯, ২০২২
এসআইবিএল-ইনসাফ বারাকাহ হাসপাতালের মধ্যে চুক্তি

ঢাকা: সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড (এসআইবিএল) এবং ইনসাফ বারাকাহ কিডনি অ্যান্ড জেনারেল হাসপাতালের মধ্যে একটি সমঝোতা চুক্তি সই হয়েছে।

সম্প্রতি এসআইবিএলের সঙ্গে এবং ইনসাফ বারাকাহ হাসপাতালের মধ্যে এ চুক্তি সই হয়।

 

এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এসআইবিএলের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী জাফর আলম। নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিপত্রতে সই করেন ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক মো. সামছুল হক এবং ইনসাফ বারাকাহ হাসপাতালের উপ-ব্যবস্থাপনা পরিচালক মো. আলতাফ হোসেন।  

এসময় অন্যান্যের মধ্যে এসআইবিএলের কার্ড ডিভিশনের প্রধান শরীফ আল-কাশেম,  সিনিয়র এসিস্টেন্ট ভাইস প্রেসিডেন্ট জিএম নুরুজ্জামান এবং ইনসাফ বারাকাহ হাসপাতালের ম্যানেজার মো. হাফিজুর রহমানসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।  

এ চুক্তির ফলে এসআইবিএলের কর্মকর্তা-কর্মচারী এবং ব্যাংকের কার্ড হোল্ডার গ্রাহকরা ইনসাফ বারাকাহ হাসপাতালের বিভিন্ন স্বাস্থ্যসেবায় ডিসকাউন্ট সুবিধা উপভোগ করতে পারবেন।

বাংলাদেশ সময়: ১৮৩৩ ঘণ্টা, মার্চ ১৯, ২০২২
এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

কর্পোরেট কর্নার এর সর্বশেষ