ঢাকা, মঙ্গলবার, ১৩ মাঘ ১৪৩১, ২৮ জানুয়ারি ২০২৫, ২৭ রজব ১৪৪৬

কর্পোরেট কর্নার

কক্সবাজারে এ ওয়ান পলিমার ডিলার কনফারেন্স ২০২২ অনুষ্ঠিত

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৪২ ঘণ্টা, মার্চ ২৯, ২০২২
কক্সবাজারে এ ওয়ান পলিমার ডিলার কনফারেন্স ২০২২ অনুষ্ঠিত

ঢাকা: ‌‘হৃদয়ে বড় সাহেব-অদম্য সত্তার অগ্রযাত্রা’ এ স্লোগানে অনুষ্ঠিত হয়েছে এ ওয়ান পলিমার ডিলার কনফারেন্স-২০২২।   সম্প্রতি কক্সবাজারের হোটেল সি-প্যালেস অনুষ্ঠিত এ ডিলার কনফারেন্স সমগ্র বাংলাদেশের প্রায় ১০০০ ডিলার উপস্থিত ছিলেন।


  
এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আনোয়ার গ্রুপের উপ-ব্যবস্থাপনা পরিচালক ফুরকান মোহাম্মদ এন হোসেন ও এ ওয়ান পলিমারের ডিরেক্টর ওয়াইজ মোহাম্মদ আর হোসেন।

এছাড়াও উপস্থিত ছিলেন মার্কেটিং অ্যান্ড কমিউনিকেশন বিভাগের গ্রুপ জিএম মোল্লা ওমর শরীফ ও এ ওয়ান পলিমার ও আনোয়ার গ্যালভানাজিংয়ের সেলস ও বিজনেস ডেভেলপমেন্ট বিভাগের প্রধান আব্দুর রাজ্জাক।  

এ অনুষ্ঠানে এ ওয়ান পলিমারের নতুন পন্য থ্রেড ফিটিংসের উদ্বোধন এবং ২০২০ ও ২০২১ এর সেরা পারফরমেন্সের জন্য ২৫৬ জন ডিলারকে অ্যাওয়ার্ড দেওয়া হয়। পরিশেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক পর্বের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি হয়।

বাংলাদেশ সময়: ১৪৪০ ঘণ্টা, মার্চ ২৯, ২০২২
এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।