ঢাকা, মঙ্গলবার, ১০ বৈশাখ ১৪৩১, ২৩ এপ্রিল ২০২৪, ১৩ শাওয়াল ১৪৪৫

কর্পোরেট কর্নার

যমুনা ব্যাংকের ডেটা সেন্টার উদ্বোধন

বিজনেস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭০৭ ঘণ্টা, এপ্রিল ১৮, ২০২২
যমুনা ব্যাংকের ডেটা সেন্টার উদ্বোধন

ঢাকা: যমুনা ব্যাংক লিমিটেড গুলশানে অবস্থিত তার নিজস্ব ভবনে নতুন TIA-942 স্ট্যান্ডার্ড Tier-III ডেটা সেন্টার উদ্বোধন করেছে।

সোমবার (১৮ এপ্রিল) যমুনা ব্যাংকের চেয়ারম্যান গাজী গোলাম আশরিয়া এ ডেটা সেন্টারের উদ্বোধন করেন।

এর আগে যমুনা ব্যাংক লিমিটেড তাদের নতুন কোর ব্যাংকিং সিস্টেমকে রূপান্তরিত করেছে। এখন এই নতুন ডেটা সেন্টারের মাধ্যমে যমুনা ব্যাংক তার গ্রাহকদের জন্য আরও উন্নত ব্যাংকিং পরিসেবা দেবে।

উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন যমুনা ব্যাংক ফাউন্ডেশনের চেয়ারম্যান নূর মোহাম্মদ, ব্যাংকের পরিচালক গাজী গোলাম মূর্তজা, মো. ইসমাইল হোসেন সিরাজী, মো. রেদন উল করিম আনসারী ও মো. সাইদুল ইসলাম।  

এছাড়াও উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মির্জা ইলিয়াস উদ্দিন আহমেদসহ যমুনা ব্যাংকের অন্যান্য উচ্চপদস্থ কর্মকর্তারা।

বাংলাদেশ সময়: ১৭০৫ ঘণ্টা, এপ্রিল ১৮, ২০২২
আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।