ঢাকা, শুক্রবার, ৫ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

কর্পোরেট কর্নার

‌‘স্বপ্ন’ এখন জয়পুরহাটে

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪১৮ ঘণ্টা, অক্টোবর ২, ২০২২
‌‘স্বপ্ন’ এখন জয়পুরহাটে

ঢাকা: দেশের বৃহত্তম রিটেইল চেইন শপ ‘স্বপ্ন’ এখন উত্তরবঙ্গের অন্যতম জেলা জয়পুরহাটে।  

বৃহস্পতিবার (২৯ সেপ্টেম্বর) বিকেল ৪টায় নতুন এই আউটলেটের উদ্বোধন করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন জয়পুরহাট পৌরসভার প্যানেল মেয়র দেওয়ান ইকবাল হোসেন সাবু, জয়পুরহাট চিনি কলের অবসারপ্রাপ্ত সিআইসি মোশাররফ হোসেন, রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের অবসারপ্রাপ্ত এজিএম আব্দুল খালেক আনসারী, বিশিষ্ট ব্যবসায়ী শ্রী কালীচরন আগারওয়াল, স্বপ্নর জোনাল ম্যানেজার অব অপারেশন মুসা আল তারিক, আউটলেট ম্যানেজার সৈকত হোসেনসহ অনেকে । এটি স্বপ্নের ২৪৮তম আউটলেট।  

স্বপ্ন’র নির্বাহী পরিচালক সাব্বির হাসান নাসির বলেন, স্বপ্ন এখন দেশের ৪৩টি জেলায়। জয়পুরহাটে আমাদের সেবার পরিসর আরও বিস্তৃত হবে। আশা করছি, স্বাস্থ্যসম্মত ও নিরাপদ পরিবেশে গ্রাহকরা স্বপ্নের এ আউটলেট থেকে নিয়মিত বাজারের সুযোগ পাবেন।

স্বপ্নের অপারেশন্স ডিরেক্টর আবু নাছের জানান, নতুন এ আউটলেটে থাকছে মাসব্যাপী নানা অফার ও হোম ডেলিভারি সেবা।

নতুন ওই আউটলেটের ঠিকানা: হোল্ডিং ৩১৭১, বাটা মোড়, সদর রোড, জয়পুরহাট । হোম ডেলিভারির জন্য যোগাযােগের নাম্বার ০১৭৯২-৭১৩১৪৯ ।

বাংলাদেশ সময়: ১৪১৯ ঘণ্টা, অক্টোবর ০২, ২০২২
এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।