ঢাকা, বৃহস্পতিবার, ৯ মাঘ ১৪৩১, ২৩ জানুয়ারি ২০২৫, ২২ রজব ১৪৪৬

কর্পোরেট কর্নার

স্বপ্ন এখন আফতাবনগরের সিরাজ কনভেনশন সেন্টারে

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪২৩ ঘণ্টা, নভেম্বর ২৯, ২০২২
স্বপ্ন এখন আফতাবনগরের সিরাজ কনভেনশন সেন্টারে

ঢাকা: রাজধানীর আফতাবনগরের সিরাজ কনভেনশন সেন্টারে নতুন আউটলেট চালু করেছে দেশের অন্যতম রিটেইল চেইন শপ ‘স্বপ্ন’।  

মঙ্গলবার (২৯ নভেম্বর) দুপুর ১২টার দিকে আফতাবনগর মেইন রোড সংলগ্ন সিরাজ কনভেনশনে নতুন এ আউটলেটের উদ্বোধন করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন- জায়গার মালিক মো. সিরাজ, স্বপ্নের হেড অব রিটেইল অ্যাডমিনিস্ট্রেশন সাইফুল ইসলাম রাসেল, জোনাল ম্যানেজার (অপারেশন) জায়েদ ইমামসহ আরও অনেকে। এটি স্বপ্ন’র ২৭০তম আউটলেট।

স্বপ্ন’র নির্বাহী পরিচালক সাব্বির হাসান নাসির বলেন, স্বপ্ন এখন দেশের ৪৩টি জেলায়। আফতাবনগরের মেইন রোডে অনেক দিন ধরেই আমরা একটি অত্যাধুনিক আউটলেট করার পরিকল্পনা করছিলাম। এখানে আমাদের সেবার পরিসর আরও বিস্তৃত হবে। আশা করছি, স্বাস্থ্যসম্মত ও নিরাপদ পরিবেশে গ্রাহকরা স্বপ্নর এ আউটলেটে নিয়মিত বাজার করবেন।

স্বপ্ন’র অপারেশনস ডিরেক্টর আবু নাছের জানান, নতুন এ আউটলেটে থাকছে মাসব্যাপী নানা অফার ও হোম ডেলিভারি সেবা।

স্বপ্ন’র নতুন এ আউটলেট থেকে হোম ডেলিভারির জন্য যোগাযোগ করতে হবে ০১৮৪৭-২৬৫১৫১ নম্বরে।

নতুন আউটলেটের ঠিকানা- ব্লক: সি ৩৯/ ৩৯/১, আফতাবনগর মেইন রোড, বাড্ডা, ঢাকা।

বাংলাদেশ সময়: ১৪২২ ঘণ্টা, নভেম্বর ২৯, ২০২২
আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

কর্পোরেট কর্নার এর সর্বশেষ