ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

আদালত

নারায়ণগঞ্জে গৃহবধূ হত্যায় একজনের মৃত্যুদণ্ড

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৫০ ঘণ্টা, ফেব্রুয়ারি ৭, ২০১৯
নারায়ণগঞ্জে গৃহবধূ হত্যায় একজনের মৃত্যুদণ্ড

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের বন্দরে গৃহবধূ নিশা বেগম হত্যা মামলায় একমাত্র আসামি আব্দুর রহমানকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। রায়ের সময় আসামি অসুস্থ থাকায় আদালতে অনুপস্থিত ছিলেন।

বৃহস্পতিবার (৭ ফেব্রুয়ারি) বিকেলে নারায়ণগঞ্জ অতিরিক্ত জেলা ও দায়রা জজ দ্বিতীয় আদালতের বিচারক শেখ রাজিয়া সুলতানা এ দণ্ডাদেশ দেন।  

দণ্ডপ্রাপ্ত আব্দুর রহমান রূপগঞ্জ উপজেলার জামাল প্রধানের ছেলে।

নিহত নিশা বন্দর নোয়ারদা এলাকার তাজুল ইসলামের স্ত্রী।

নারায়ণগঞ্জ জজ আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর (এপিপি) আবদুস শাকের খান বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, ২০১৪ সালের ৮ ডিসেম্বর সন্ধ্যায় কাতার প্রবাসী তাজুল ইসলামের বোনের স্বামী আবদুর রহমান নিশাকে কুপ্রস্তাব দিয়ে জড়িয়ে ধরেন। এসময় নিশা চিৎকার দিলে আবদুর রহমান তার বুকে ধারালো ছুরি দিয়ে আঘাত করে পালিয়ে যান। পরে চিকিৎসক ওই গৃহবধূকে মৃত বলে ঘোষণা করেন।  

এ ঘটনায় নিহতের ছোট ভাই রাব্বি মিয়া বাদী হয়ে বন্দর থানায় হত্যা মামলা দায়ের করেন। মামলায় ১২ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষে হত্যার অভিযোগ প্রমাণিত হওয়ায় আসামি আবদুর রহমানকে মৃত্যুদণ্ডের রায় দেন আদালত।  

আসামি অসুস্থ থাকায় আদালতে অনুপস্থিত থাকলেও তিনি কারাগারে রয়েছেন বলেও জানান এপিপি।

বাংলাদেশ সময়: ১৬৫০ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৭, ২০১৯
জিপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।