ঢাকা, মঙ্গলবার, ৭ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

ক্রিকেট

টেস্ট খেলতে কীভাবে উদ্বুদ্ধ হবেন তরুণরা, ‘উত্তর নেই’ মুমিনুলের কাছে 

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯২৩ ঘণ্টা, জুন ১৬, ২০২৩
টেস্ট খেলতে কীভাবে উদ্বুদ্ধ হবেন তরুণরা, ‘উত্তর নেই’ মুমিনুলের কাছে 

চেয়ার ছেড়ে উঠতে উঠতে বললেন ‘বেশি কথা বলে ফেললাম ভাই...’

শুরুতে এসে পানি চাইলেন। মাঝের অংশটায় মুমিনুল হক বললেন প্রাণবন্ত সব কথা।

২৬ মাস ও সমান অঙ্কের ইনিংস পর সেঞ্চুরির দেখা পেয়েছেন। এই সময়ের ভেতর হারিয়েছেন অধিনায়কত্ব।  

প্রায় মিনিট বিশেকের সংবাদ সম্মেলনে মুমিনুল হককে কথা বলতে হলো অনেক কিছু নিয়ে। চিন্তার প্রক্রিয়া, মানসিক ধাক্কা সামলে উঠা কিংবা পেস বোলারদের উন্নতিতে তার সন্তুষ্টি নিয়ে। মুমিনুলের কাছে শেষদিকে প্রশ্ন গেল, দেশের ক্রিকেটে তরুণদের কীভাবে আগ্রহী করা যায় টেস্ট ক্রিকেটে।  

আর্থিক দিক থেকে এখন লাল বলের ক্রিকেট পিছিয়ে গেছে অনেক বেশি, বাংলাদেশে আরও। সারা বছরে টেস্টও খেলা হয় কম। মুমিনুল হক নিজেও শুধু লাল বলে খেলার ‘ভুক্তভোগী’। আফগানিস্তানের বিপক্ষে মিরপুর টেস্টের তৃতীয় দিনশেষে সংবাদ সম্মেলনে আসা মুমিনুলের কাছে জানতে চাওয়া হয়, কীভাবে তরুণরা উদ্বুদ্ধ হবে টেস্ট ক্রিকেটে? 

তিনি শুরুতে বলেন, ‘খুব কঠিন প্রশ্ন করছেন ভাই। এটা বলাটা খুবই কঠিন আমার কাছে মনে হয়। এই প্রশ্নের উত্তর আমার কাছে নাই কী চিন্তা করবে ওরা। ’ এরপর নিজেই বলতে শুরু করেন, ‘আমার কাছে মনে হয় এটা প্যাশনের ব্যাপার। কেউ স্বপ্ন দেখে লাল বল খেলবে বা সব ফরম্যাট খেলবে। এখনকার যুগে আবার অনেকে চিন্তা করে টাকার দিকে। যেভাবে আপনি চিন্তা করেন আসলে। আপনার যদি প্যাশন থাকে টেস্ট ক্রিকেটটা খেলবো, যে স্বপ্নটা দেখবে। তার ওভাবে তৈরি করতে হবে। ’ 

মুমিনুল বলছেন প্যাশনের কথা, স্বপ্নেরও। কিন্তু এখনকার বাস্তবতায় কি শুধু এসবে জীবন চলবে বা ক্যারিয়ার এগোবে? এমন প্রশ্নের জবাবে মুমিনুল বলেন, ‘কী জানি ভাই। হয়তো টাকা পয়সা বাড়িয়ে দিতে হবে!’ 

কয়েকদিন আগে ‘এ’ দলের হয়ে চারদিনের ম্যাচ খেলে এসেছেন মুমিনুল হক। দেশের লাল বলের ক্রিকেটের অনেকটা ‘ব্র্যান্ড অ্যাম্বাসেডর’ তিনি। তার কাছে তরুণদের কি এই ফরম্যাট নিয়ে জানার আগ্রহ থাকে? মুমিনুল বলছেন, এমন অনেককেই দেখেন তিনি; যাদের আগ্রহ আছে লাল বলে।  

মুমিনুল বলেন, ‘এটা ভাই আমি যখন অধিনায়ক ছিলাম, আমিও স্বপ্ন দেখতাম। আমার স্বপ্ন ছিল টেস্ট ক্রিকেটটা উন্নতি করবো। আমার কাছে মনে হয়, এটা এখন সবার ভেতর ছড়িয়ে যাচ্ছে। নতুন যারা শিখতেছে, দীপু ঢুকলো, অন্যরা যারা আছে, নাইন্টিনে যারা আছে তাদের সবার ভেতরে ইচ্ছে আছে তারা কেউ খালি সাদা বল খেলতে চায় না। ’

‘সবার ভেতরে আগ্রহ আছে লাল বল খেলবে। লাল বল খেলতে ওই প্যাশন বা ড্রিমটা দেখাতে হবে আপনার টিমকে কোথায় দেখতে চান চার বা তিন বছর পর। না হলে কিন্তু আমাদের টেস্ট দলের বোলিংটা এত ভালো হয় না। ’

বাংলাদেশ সময় : ১৯১৯ ঘণ্টা, জুন ১৬, ২০২৩
এমএইচবি/এএইচএস
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।