ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

ক্রিকেট

বোলারদের র‍্যাংকিংয়ে শীর্ষে ফিরলেন সিরাজ

স্পোর্টস ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৩৩ ঘণ্টা, সেপ্টেম্বর ২০, ২০২৩
বোলারদের র‍্যাংকিংয়ে শীর্ষে ফিরলেন সিরাজ

সদ্য সমাপ্ত এশিয়া কাপে দুর্দান্ত ফর্মে ছিলেন মোহাম্মদ সিরাজ। এই ভারতীয় পেসারের দুর্ধর্ষ বোলিংয়েই আসরের ফাইনালে শ্রীলঙ্কা মাত্র ৫০ রানে অলআউট হয়ে যায়।

সিরাজ একাই তুলে নেন ৬ উইকেট।  

সেই পারফর্ম্যান্সের জোরে এবার ওয়ানডে বোলারদের র‍্যাংকিংয়ে শীর্ষস্থান পুনরুদ্ধার করলেন এই ডানহাতি বোলার। গত বছরের জানুয়ারিতে রথমবার ওয়ানডে র‍্যাংকিংয়ের শীর্ষে ওঠেন সিরাজ। এরপর এ বছরের মার্চেই তাকে সিংহাসনচ্যুত করেছিলেন অস্ট্রেলিয়ার তারকা পেসার জশ হ্যাজেলউড। এরপর সিরাজ ধীরে ধীরে নেমে যান নয় নম্বরে।  

তবে এবারের এশিয়া কাপে ১২.২ গড়ে ১০ উইকেট নেওয়ার পর র‍্যাংকিংয়ে বড় লাফ দিয়েছেন সিরাজ। হ্যাজেলউড, ট্রেন্ট বোল্ট, রশিদ খান এবং মিচেল স্টার্কের মতো বোলারদের পেছনে ফেলে আট ধাপ এগিয়ে এক নম্বরে উঠে এসেছেন ভারতের এই তারকা পেসার।

সিরাজ শীর্ষে উঠে আসায় দুইয়ে নেমে গেছেন হ্যাজেলউড। তবে নিউজিল্যান্ডের ট্রেন্ট বোল্ট এক ধাপ নিচে তথা তিনে এবং অস্ট্রেলিয়ার মিচেল স্টার্ক ৩ ধাপ পিছিয়ে নেমে গেছেন ষষ্ঠ স্থানে। অন্যদিকে আফগানিস্তানের দুই স্পিনার মুজিব উর রহমান (৪) ও রশিদ খান (৫) এগিয়েছেন এক ধাপ করে।

এর বাইরে দক্ষিণ আফ্রিকার স্পিনার কেশভ মহারাজ লম্বা লাফ দিয়েছেন। কিছুদিন আগে অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ম্যাচ হেরেও পাঁচ ম্যাচের সিরিজ ঘরে তুলেছে প্রোটিয়ারা। সেই সিরিজের শেষ ম্যাচে ৪ উইকেটসহ পুরো সিরিজে ১৬.৮৭ গড়ে ৮ উইকেট নিয়েছেন মহারাজ। আর তাতে ১০ ধাপ এগিয়ে ১৫তম স্থানে উঠে এসেছেন তিনি।

বোলারদের র‍্যাংকিংয়ে বাংলাদেশের সর্বোচ্চ অবস্থান সাকিব আল হাসানের। টাইগারদের দলপতি আছেন ১৪তম স্থানে। এছাড়া তিন ধাপ পিছিয়ে ২৯তম স্থানে নেমে গেছেন মোস্তাফিজুর রহমান।  

ব্যাটারদের মধ্যে ওয়ানডে র‍্যাংকিংয়ে সবচেয়ে বড় লাফ দিয়েছেন দক্ষিণ আফ্রিকার হেনরিখ ক্লাসেন। অস্ট্রেলিয়ার বিপক্ষে চতুর্থ ওয়ানডেতে সবচেয়ে বিধ্বংসী ইনিংস খেলেছেন তিনি। ২০৯.৬৪ স্ট্রাইক রেটে ৮২ বলে ১৭৪ রানের ইনিংস খেলে দক্ষিণ আফ্রিকাকে ১৬৪ রানের বড় জয় পাইয় দিয়েছেন তিনি। আর তাতে তিনি ২০ ধাপ এগিয়ে নবম স্থানে উঠে এসেছেন।

র‍্যাংকিংয়ে দারুণ উন্নতি হয়েছে ইংল্যান্ডের ওপেনার দাভিদ মালান। নিউজিল্যান্ডের বিপক্ষে ৩ ম্যাচে ২৭৭ রান করে ক্যারিয়ার-সেরা ১৩তম স্থানে আছেন তিনি। এছাড়া এশিয়া কাপে ভারতের বিপক্ষে ৮০ রানের ইনিংস খেলা সাকিব তিন ধাপ এগিয়ে আছেন ৩১তম স্থানে। এছাড়া পাকিস্তানের অধিনায়ক বাবর আজম আগের মতোই শীর্ষে আছেন। দুই ও তিনে আছেন শুভমান গিল এবং রাসি ফন ডার ডাসেন।

বাংলাদেশ সময়: ১৮৩৩ ঘণ্টা, সেপ্টেম্বর ২০, ২০২৩
এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।