ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

এবার পাকিস্তানের প্রধান কোচের ভূমিকায় হাফিজ

স্পোর্টস ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০৬ ঘণ্টা, নভেম্বর ১৭, ২০২৩
এবার পাকিস্তানের প্রধান কোচের ভূমিকায় হাফিজ

বিশ্বকাপ ব্যর্থতার জেরে টিম ম্যানেজমেন্টে বড় ধরনের পরিবর্তন এনেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। নির্বাচক কমিটিকে ঢেলে সাজানো হয়েছে।

এরপর অধিনায়কত্ব ছেড়েছেন বাবর আজম।  

পরিবর্তনের ধারায় টিম ডিরেক্টরের পজিশনে আনা হয়েছে পাকিস্তানের সাবেক অলরাউন্ডার মোহাম্মদ হাফিজকে। এই পজিশনে আগে ছিলেন মিকি আর্থার। এবার পাকিস্তান দলের প্রধান কোচের দায়িত্বও সামলাবেন হাফিজ।  

'ক্রিকইনফো' জানিয়েছে, টিম ডিরেক্টর ও প্রধান কোচ পদ দুটি একীভূত করার সিদ্ধান্ত নিয়েছে পিসিবি। এ লক্ষ্যে আপাতত হাফিজকেও দুই দায়িত্ব দেওয়া হয়েছে। আগামী ডিসেম্বরে অস্ট্রেলিয়ার মাটিতে আসন্ন তিন টেস্টের সিরিজ এবং জানুয়ারিতে নিউজিল্যান্ডে ৫ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে পাকিস্তান। এই দুই সফরেই প্রধান কোচ হিসেবে থাকবেন হাফিজ।

৪৩ বছর বয়সী হাফিজের এভাবে একসঙ্গে দুই ভূমিকায় থাকা বেশ তাৎপর্যপূর্ণ। কারণ বছর দুয়েক আগে সর্বশেষ পাকিস্তানের জার্সিতে খেলা হাফিজের কোচিংয়ে কোনো অভিজ্ঞতাই নেই। কিন্তু বিশ্বকাপের পর তাকে ডেকে সবচেয়ে গুরুত্বপূর্ণ দুটি দায়িত্ব দিল পিসিবি।  

অথচ এ বছরের শুরুর দিকেও পাকিস্তান দলে কোনো টিম ডিরেক্টর ছিল না। সাবেক পিসিবি প্রধান নাজাম শেঠি অল্প কয়েকটি সিরিজ ও টুর্নামেন্টের জন্য সাবেক কোচ মিকি আর্থারকে ডেকে আনেন। তবে প্রধান কোচের দায়িত্বে থেকে যান গ্র্যান্ট ব্র্যাডবার্ন। কিন্তু দুজনের দায়িত্ব ও ভূমিকা প্রায় একই ধরনের ছিল। এ কারণেই এবার দুই পদের জন্য একজনকেই দায়িত্ব দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সিদ্ধান্তটি আসার আগের ২৪ ঘণ্টা পাকিস্তানের ক্রিকেটে ঝড় বয়ে গেছে। তিন ফরম্যাটের নেতৃত্ব ছেড়েছেন বাবর আজম। এরপর টেস্ট অধিনায়ক হিসেবে শান মাসুদ এবং টি-টোয়েন্টি অধিনায়ক হিসেবে বেছে নেওয়া হয় শাহিন শাহ আফ্রিদিকে। এরপর আর্থার ও ব্র্যাডবার্নের দায়িত্বও কেড়ে নিয়ে দেওয়া হলো হাফিজের কাঁধে। এখন প্রধান নির্বাচকের পদটি খালি রয়ে গেছে। শোনা যাচ্ছে, এই দায়িত্বে আসছেন সাবেক পেসার ওয়াহাব রিয়াজ।

বাংলাদেশ সময়: ১৫০৬ ঘণ্টা, নভেম্বর ১৭, ২০২৩
এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।