মাস দুয়েক পর যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজে বসতে যাচ্ছে টি-টোয়েন্টি বিশ্বকাপের এবারের আসর। এই টুর্নামেন্টের আগে ঘরের মাঠে জিম্বাবুয়ের বিপক্ষে সবশেষ সিরিজ খেলবে বাংলাদেশ।
বাংলাদেশের বিপক্ষে পাঁচ ম্যাচ টি-টোয়েন্টি সিরিজ খেলতে রোববার সন্ধ্যায় ঢাকায় পৌঁছেছে জিম্বাবুয়ে ক্রিকেট দল। এখান থেকে আজই সিরিজের প্রথম তিন ম্যাচের ভেন্যু চট্টগ্রামে যাওয়ার কথা রয়েছে সিকান্দার রাজাদের।
৩, ৫ ও ৭ মে অনুষ্ঠিত হবে সিরিজের প্রথম তিন ম্যাচ, এগুলো হবে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে। এরপর ১০ ও ১২ মে ঢাকায় অনুষ্ঠিত হবে বাকি দুই ম্যাচ। পরদিন ১৩ মে ঢাকা ছাড়বে জিম্বাবুয়ে ক্রিকেট দল।
২০২০ সালে সবশেষ পূর্ণাঙ্গ সিরিজ খেলতে আসে জিম্বাবুয়ে। এবার কেবল টি-টোয়েন্টি ম্যাচ খেলতে এসেছে তারা। শক্তিশালী দল নিয়েই বাংলাদেশে এসেছে জিম্বাবুয়ে। এই সিরিজ খেলার জন্য আইপিএল ছেড়ে এসেছেন রাজা।
বাংলাদেশ সময়: ২১২৩ ঘণ্টা, এপ্রিল ২৮, ২০২৪
এমএইচবি/এমএইচএম