ঢাকা, সোমবার, ২৯ আশ্বিন ১৪৩১, ১৪ অক্টোবর ২০২৪, ১০ রবিউস সানি ১৪৪৬

ক্রিকেট

‘আমাদের দেশে স্ট্রাইক রেট নিয়ে অনেক কথা হয়’

স্টাফ করেসপন্ডেন্ট, স্পোর্টস | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫৪ ঘণ্টা, মে ১২, ২০২৪
‘আমাদের দেশে স্ট্রাইক রেট নিয়ে অনেক কথা হয়’

ওয়ানডের সঙ্গে বাংলাদেশ টি-টোয়েন্টি ক্রিকেটে তফাৎ কি করতে পারে না? প্রশ্নের উত্তরে স্পষ্ট করেই ‘না’ বললেন নাজমুল হোসেন শান্ত। এরপর তিনি নিজেই টেনে এনেছেন স্ট্রাইক রেট প্রসঙ্গ।

বাংলাদেশ দলের বেশ কয়েকজন ক্রিকেটারকে এ নিয়ে সমালোচনা পোহাতে হয়।  

তার মধ্যে আছেন নাজমুল হোসেন শান্তও। জিম্বাবুয়ের বিপক্ষে সদ্য সমাপ্ত সিরিজেই পাঁচ ম্যাচে ৮৬ রান তিনি করেছেন ১০৩.৮৪ স্ট্রাইক রেটে। এই সিরিজের পর শান্ত বলছেন, স্ট্রাইক রেটে উন্নতির জন্য নিয়মিত ঘরোয়া ও আন্তর্জাতিক ক্রিকেটে ভালো উইকেটে খেলতে হবে তাদের।  
  
তিনি বলেন, ‘আমাদের দেশে স্ট্রাইক রেট নিয়ে অনেক কথা হয়। স্ট্রাইক রেট, স্ট্রাইক রেট...কিন্তু জিনিসটা হলো যে, আপনি যদি চিন্তা করেন আমরা সম্প্রতি ভালো উইকেটে খেলা শুরু করেছি। শ্রীলঙ্কার সঙ্গে যে টি-টোয়েন্টি সিরিজটা খেললাম, ওটা ভালো উইকেটে খেলেছি। কিন্তু এই জিনিসটা সময় দিতে হবে। ’

‘আমরা যদি লম্বা সময় ধরে ভালো উইকেটে খেলার শুরু করি, ছয় মাস, এক বছর, দুই বছর তারপর আপনি দেখবেন প্রত্যেকটা ব্যাটসম্যান ভালো স্ট্রাইক রেটে ব্যাটিং করছে। এটা শুধু আন্তর্জাতিক ক্রিকেটে হলে হবে না, আমরা যে বিপিএলে খেলি ওই জায়গাতেও ভালো উইকেটে খেলতে হবে অনেক লম্বা সময় ধরে তারপর আপনি এই পার্থক্যটা দেখতে পাবেন। ’

এখন আইপিএলে প্রতিদিনই দুইশ ছাড়ানো সংগ্রহ হয়। সেসব দেখে সমর্থকদের প্রত্যাশাও বেড়েছে অনেক। জিম্বাবুয়ের বিপক্ষে কোনো ম্যাচেই দুইশ রান করতে পারেনি বাংলাদেশ। বিশ্বকাপেও রান কম হবে বলে মনে করেন নাজমুল হোসেন শান্ত।  

তিনি বলেন, ‘আমার তো মনে হয় না। কারণ আইপিএল যে উইকেটে হয়েছে..আইপিএলের সঙ্গে আন্তর্জাতিক ক্রিকেট মেলানোই যাবে না। আমার মনে হয়, গত বছর পিএসএলেও এরকম রান হয়েছে, ২০০ প্লাস, আড়াইশ রানও হয়েছে। ’

‘কিন্তু আন্তর্জাতিকে আমি যতটুকু জানি ১৬০ থেকে ১৭৫-১৮০, ২০০ রান যদি কোনো দল করে এটা খুব ভালো স্কোর। এটা সচরাচর রেগুলার কিন্তু দেখা যায় না। আমার মনে হয় বিশ্বকাপে এরকমই রান হবে,  ১৬০-৮০ এর মধ্যেই থাকবে ভালো উইকেটে। এর ভেতরই বোলারদের ডিফেন্ড করতে হবে বা রান চেজ করতে হবে। আইপিএলের সঙ্গে তুলনা করাটা আমার মনে হয় না কখনোই যৌক্তিক। ’

বাংলাদেশ সময় : ১৪৫৩ ঘণ্টা, মে ১২, ২০২৪
এমএইচবি/এএইচএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।