ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

ওয়ানডে বিশ্বকাপের মতো এবারও ব্যাটিং অর্ডারে রদবদলের ইঙ্গিত হাথুরুর

স্টাফ করেসপন্ডেন্ট, স্পোর্টস | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৫৭ ঘণ্টা, মে ১৫, ২০২৪
ওয়ানডে বিশ্বকাপের মতো এবারও ব্যাটিং অর্ডারে রদবদলের ইঙ্গিত হাথুরুর

ওযানডে বিশ্বকাপের সময় বড় প্রত্যাশা নিয়েও বাংলাদেশ দলকে শেষ অবধি পুড়তে হয়েছিল হতাশায়। গত বছর ওই টুর্নামেন্টে স্রেফ দুই ম্যাচে জয় পায় তারা।

ব্যর্থতার পেছনে অনেক কারণের একটি হিসেবে বলা হয় ব্যাটিং অর্ডারে অতিরিক্ত রদবদলকে।  

মেহেদি হাসান মিরাজকে টপ অর্ডারে ব্যাট করানোর চেষ্টা করা হয়, তাওহীদ হৃদয়সহ বাকি ব্যাটারদেরও একেকদিন খেলানো হয় একেক জায়গায়। এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপেও কি তেমন কিছু দেখা যাবে? এমন প্রশ্ন করা হয়েছিল হেড কোচ চন্ডিকা হাথুরুসিংহেকে।

বুধবার মিরপুরে তিনি বলেন, ‘হ্যাঁ, টি-টোয়েন্টি ক্রিকেটে ব্যাটিং অর্ডার পরিবর্তন হবে। এটা নরমাল ক্রিকেটে নরমাল। এটা আসলে আপনি কোথায় ব্যাট করছেন এবং কতটা সেরা ব্যাটিং করছেন সেটার ব্যাপার। ’

বিশ্বকাপের আগে জিম্বাবুয়ের বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলে বাংলাদেশ। এই সিরিজে ব্যাটাররা পারফর্ম করতে পারেননি সেভাবে। বিশেষত দুটি ম্যাচ বাদে টপ অর্ডারদের কাছ থেকে রান আসেনি। বিশ্বকাপে বাংলাদেশের বড় চিন্তার জায়গা কী ব্যাটিং?

হাথুরুর উত্তর, ‘আমি এভাবে বলতে চাই, কিছু ম্যাচে আমরা ভালো শুরু পেয়েছি আর কিছু ম্যাচে যখন আমরা ভালো শুরু পাইনি; তখন শেষটা ভালোভাবে করতে পেরেছি। মিডল অর্ডারে সব ব্যাটার সুযোগ পেয়েছেন ব্যাট করার, এটা একটা ইতিবাচক দিক। ’

‘হ্যাঁ, ব্যক্তিগতভাবে কিছু খেলোয়াড় উইকেটে আরেকটু বেশি সময় কাটালে বা রান করলে ভালো লাগতো। কিন্তু টি-টোয়েন্টি ক্রিকেটে যা কিছু ঘটতে পারে কারণ এটা অন্য দুই ফরম্যাটের চেয়ে আলাদা। আমাদের টপ অর্ডার সবসময় রান করলে তো ভালোই হতো। এই ধরনের পরিস্থিতিতে বাকিদের ওপর চাপ অনেক কমে যায়। কিন্তু আমি আত্মবিশ্বাসী বিশ্বকাপের আগে আরও পাঁচটা ম্যাচ আছে; আমাদের চিন্তার জায়গাগুলোর সমাধান করতে পারবো। ’

বাংলাদেশ সময়: ১৭৫৭ ঘণ্টা, মে ১৫, ২০২৪
এমএইচবি/আরইউ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।